Bangladesh

তেঁতুলতলা মাঠ রক্ষায় পররাষ্ট্রমন্ত্রীর ধন্যবাদপত্র পেলেন রত্না তেঁতুলতলা মাঠ
ফাইল ছবি/সংগৃহিত মাঠে থানা ভবন নির্মানের প্রতিবাদ করায় মা ও ছেলেকে আটক করা হয়

তেঁতুলতলা মাঠ রক্ষায় পররাষ্ট্রমন্ত্রীর ধন্যবাদপত্র পেলেন রত্না

Bangladesh Live News | @banglalivenews | 12 May 2022, 03:49 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১২ মে ২০২২: রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলনকারী সৈয়দা রত্নাকে ধন্যবাদপত্র পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মাঠ রক্ষার আন্দোলনে প্রশংসনীয় ভূমিকা রাখায় তাকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী। মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় চিঠিটি হাতে পান সৈয়দা রত্না। এ বিষয়ে তিনি বলেন, চিঠি পেয়ে আমি খুবই আনন্দিত। সবার সমর্থনে আমাদের আন্দোলন সফল হতে যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল প্যাডে স্বাক্ষরসহ পাঠানো চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, সালাম নেবেন। কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলনে প্রশংসনীয় ভূমিকা পালন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কলাবাগানের তেঁতুলতলা মাঠটি এই ওয়ার্ডে বসবাসরত তিন লাখ মানুষের একমাত্র উন্মুক্ত স্থান এবং খেলার মাঠ হিসেবে সবার কাছে পরিচিত। মাঠের অভাবে শিশুদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে এবং তারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলেও চিঠিতে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি আরও লেখেন, এই মাঠ রক্ষার ক্ষেত্রে আপনার উদ্যোগের কথা পত্রিকায় পড়তে গিয়ে আমার শৈশব ও কৈশোরকালের কথা মনে পড়ে যায়। সেই সময়ে সিলেট অঞ্চলে অনেক খেলার মাঠ এবং বড় বড় পুকুর বা দীঘি ছিল, যেখানে আমাদের শৈশবকাল অত্যন্ত আনন্দের সঙ্গে অতিবাহিত হয়েছে। বর্তমানে জলাশয় ভরাট করে অট্টালিকা তৈরি করা হয়েছে এবং খেলার মাঠগুলোতে বিভিন্ন ভবন নির্মাণ করা হয়েছে। ফলে এলাকার যুবসমাজ এবং কিশোর-কিশোরীরা খেলার মাঠের অভাবে তাদের স্বাভাবিক বিকাশ থেকে বঞ্চিত হচ্ছে। তারা মাদকদ্রব্য সেবনসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে।

এদিকে, সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর কাছ থেকে ধন্যবাদপত্র পেয়ে উচ্ছ্বসিত সৈয়দা রত্না। তিনি বলেন, একজন মন্ত্রী একটি ভালো কাজের অভিনন্দন দিয়েছেন, এই সংস্কৃতি সত্যিই আমাকে মুগ্ধ ও অনুপ্রেরণা দিয়েছে। এটি আমার জন্য সত্যিই অভিভূত হওয়ার মতো ব্যাপার। সত্যিই ভালো মানুষেরা ভালো কাজের কদর জানেন। আমি প্রধানমন্ত্রীর আদেশ ও নির্দেশ পালন করছি ও সঠিক পথে আছি।

সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে সৈয়দা রত্নার মেয়ে শেউতি সেগুফতা বলেন, রাত ১টার দিকে মাঠে ট্রাক আসে। পরদিন সকাল থেকে মাঠে ইট, সুরকি ফেলা শুরু হয়। আম্মু সকাল ১০টার দিকে বের হয়ে মাঠের এক কোন থেকে একটা ফেসবুক লাইভ করেন। তখন এক কথা দুই কথায় পুলিশ মাকে ধরে ভ্যানে ওঠায়। পরে আমার ভাইকেও গ্রেফতার করা হয়।

সর্বশেষ শিরোনাম

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে এক মাস আন্দোলন বন্ধ ইন্টার্ন চিকিৎসকদের Fri, Mar 29 2024

খুনি জিয়া-মোশতাক চক্র মুক্তিযুদ্ধের চেতনা ধূলিস্যাৎ করেছিল: কাদের Fri, Mar 29 2024

বাংলাদেশে গণতন্ত্র এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র Fri, Mar 29 2024

এলডিসির চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Thu, Mar 28 2024

সাবেক এমপির পিএস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা Thu, Mar 28 2024

ড. ইউনূসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চায় ইউনেসকো কমিশন Thu, Mar 28 2024

বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী Thu, Mar 28 2024

টেকনাফে ২৭ দিনে ২৭ জন অপহৃত Thu, Mar 28 2024

পচাত্তরের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছিল : প্রধানমন্ত্রী Thu, Mar 28 2024

শাহজালাল বিমানবন্দর: থামছে না পাইলটের চোখে লেজার নিক্ষেপ Wed, Mar 27 2024