Bangladesh

খিলক্ষেতে বেপরোয়া ল্যান্ড ক্রুজারের ধাক্কায় তিন পথচারীর মৃত্যু দুর্ঘটনা
ছবি: সংগৃহিত

খিলক্ষেতে বেপরোয়া ল্যান্ড ক্রুজারের ধাক্কায় তিন পথচারীর মৃত্যু

Bangladesh Live News | @banglalivenews | 28 Dec 2023, 05:34 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৩ : রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচে বেপরোয়া একটি এসইউভির ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় সুমন মিয়া নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ জানান, রাত ৯টার দিকে বিমানবন্দরের দিক থেকে আসা একটি বেপরোয়া ল্যান্ড ক্রুজার গাড়ি ফুটওভার ব্রিজের নিচের আইল্যান্ডে ধাক্কা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের পিষে দেয়। এতে ঘটনাস্থলেই আট বছর বয়সী ইয়াসিনের মৃত্যু হয়।

ছবি: সংগৃহিতছবি: সংগৃহিত

দুর্ঘটনায় ইয়াসিনের বাবা সুমন মিয়া, উজ্জল পান্ডে ও আমরিনা হক নামে তিনজন আহত হয়েছেন। তাদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলে উজ্জ্বল পান্ডে ও আমরিনা হক মারা যান।

এসইউভিটি জব্দ করা হলেও অভিযুক্ত চালককে গ্রেফতার করা যায়নি। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এসআই মোশাররফ।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024