Bangladesh

ইভ্যালির এমডি’র একদিনের রিমান্ড, কারাগারে চেয়ারম্যান ইভ্যালি স্ক্যাম
সংগৃহিত

ইভ্যালির এমডি’র একদিনের রিমান্ড, কারাগারে চেয়ারম্যান

Bangladesh Live News | @banglalivenews | 21 Sep 2021, 11:08 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২১: ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি মো. রাসেলের আবার এক দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। অপরদিকে রাসেলের স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই নাজমুল হুদা এ দুই আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে বলা হয়, ব্যবসায়িক চুক্তির মাধ্যমে ইভ্যালিতে চারটি কোম্পানির মাধ্যমে মোট ৩৫ লাখ ৮৫ হাজার ৫৪২ টাকার পণ্য সরবরাহের বিপরীতে কোনো টাকা পরিশোধ করে নাই।

গত মে মাসে পোষ্ট ডেটের একটি চেক গত ৩০ জানুয়ারি উল্লেখ করে দিলেও পর্যাপ্ত টাকা তাদের অ্যাকাউন্টে না থাকায় চেকটি দুই বার ব্যাংক কর্তৃক রিটার্ন আসে।  গত ২৯ আগস্ট মামলার বাদী মেট্রো কভারেজ, স্মার্ট ফুড অ্যান্ড বেভারেজ, ফ্রিডম এক্সপোর্ট ইম্পোর্ট বিডির ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চকদার পাওয়া টাকা পরিশোধে আসামিদের চিঠি দিয়ে জানানোর পরও তারা তার সঙ্গে যোগাযোগ করেনি।

আসামিদের পক্ষে এম মনিরুজ্জামান আসাদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন, করোনার কারণে সবকিছু অনেকটা স্তম্ভিত ছিল। প্যানিক সিচুয়েশন ছিল।  আর তারা তো অস্বীকার করেননি, যে তারা তার কাছ থেকে পণ্য নেননি। এখন যদি তাদের রিমান্ড দেন তাহলে তারা কীভাবে টাকা পরিশোধ করবেন। তাদের জামিন দেন। এরপর একটা সময় নির্ধারণ করে দেন যে এতদিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে।

শামীমা নাসরিনের বিষয়ে এ আইনজীবী বলেন, তার ৯ বছরের মেন্টাল ডিসঅর্ডার বাচ্চা আছে। সে এখন তার মাকে চায়। মাকে ছাড়া থাকতে চায় না। কান্না করছে। তার কাছে মাকে খুব দরকার। বিষয়টি বিবেচনা করবেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত রাসেলের এক দিন এবং শামীমা নাসরিনের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে, এদিন গুলশান থানার মামলায় জামিন আবেদন করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024