Bangladesh

ঝুঁকিপূর্ণ হোটেল-রেস্টুরেন্ট: তিনদিনে পুলিশের অভিযানে গ্রেফতার ৮৭২ ডিএমপি
ছবি: সংগৃহিত

ঝুঁকিপূর্ণ হোটেল-রেস্টুরেন্ট: তিনদিনে পুলিশের অভিযানে গ্রেফতার ৮৭২

Bangladesh Live News | @banglalivenews | 07 Mar 2024, 05:59 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৭ মার্চ ২০২৪ : রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর পর টনক নড়েছে প্রশাসনের। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), রাজউক এবং সিটি করপোরেশন অভিযান শুরু করেছে। এর মধ্যে অনেক নামিদামি রেস্টুরেন্ট সিলগালা করা হয়েছে। তিনদিনে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন  করেছে ডিএমপি। এসব অভিযানে এখন পর্যন্ত ৮৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মামলা হয়েছে ২০টি।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ৩ মার্চ থেকে ডিএমপির একাধিক ইউনিট অভিযান শুরু করে। সেদিন তারা ঢাকার বিভিন্ন এলাকায় ২৭৫টি হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালায়। এসময় নানা অসঙ্গতি পেয়ে পাঁচটি মামলা হয় ও ৩৭৪ জনকে গ্রেফতার করা হয়। আর তাৎক্ষণিক সাজা দেওয়া হয় ২০৪টি প্রতিষ্ঠানকে। তবে প্রথমদিন অভিযানে কোনো ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার ও গোডাউন পায়নি অভিযান চালানো টিমগুলো।

পরদিন ৪ মার্চ ঢাকার বিভিন্ন এলাকায় ৫৬২টি হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানে ৪৫৫টি হোটেল-রেস্টুরেন্টে ১০৪টি ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার ও তিনটি কেমিক্যাল গোডাউন পাওয়া যায়। মামলা হয় ৫টি এবং বিভিন্ন অপরাধে ২৭০ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ২২৯টি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক সাজা ও জরিমানা করা হয়। সর্বশেষ মঙ্গলবার ঢাকার বিভিন্ন এলাকায় ৫১০টি হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানে ৪০২টি হোটেল-রেস্টুরেন্টে ১০৩টি ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার ও পাঁচটি কেমিক্যাল গোডাউন পাওয়া যায়। মামলা হয় ১০টি এবং বিভিন্ন অপরাধে ২২৮ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ১৯২টি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক সাজা ও জরিমানা করা হয়।

এডিসি কে এন রায় নিয়তি আরও জানান, গত তিনদিনে এক হাজার ১১৩২টি হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এসময় সেগুলো থেকে ২০৭টি ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার জব্দ করা হয় ও ৮টি কেমিক্যাল গোডাউনের সন্ধান পাওয়া যায়।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024