Bangladesh

ভোলায় শিশুকে জানালা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে মহিলাকে ধর্ষণ করলো ডাকাতরা ভোলায় ধর্ষণ
Pixabay প্রতীকী ছবি

ভোলায় শিশুকে জানালা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে মহিলাকে ধর্ষণ করলো ডাকাতরা

Bangladesh Live News | @banglalivenews | 08 Jul 2021, 12:29 pm

ঢাকা, জুলাই ৮: সদর উপজেলার একটি বাড়িতে চারজন লোক ঢুকে ৩৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, মহিলার একমাত্র অপরাধ ছিল যে সে ডাকাতদের হাতে আলমিরার চাবি হস্তান্তর করতে সময় নিয়েছিল।

তার অভিযোগে ওই মহিলা দাবি করেন, বুধবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার একটি গ্রামে ওই চারজন তার বাড়িতে প্রবেশ করে।

চারজন তাকে জাগিয়ে আলমেরার চাবি দাবি করে। তিনি যখন সময় নিচ্ছিলেন, তখন তারা তার শিশুকন্যাকে জানালা থেকে বাড়ি সংলগ্ন একটি পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ।

পরে চারজন মহিলাকে গলা টিপে ধরে এবং অভিযোগ অনুযায়ী নগদ টাকা এবং একটি টোলা সোনা দিয়ে শিবির করার আগে পালা ক্রমে তাকে ধর্ষণ করে।

পুলিশকে সতর্ক করার পর সদর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে শিশুর লাশ বের করে।

সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন ঢাকা ট্রিবিউনকে বলেন, "চারজন ডাকাত বাড়িতে ঢুকে ওই মহিলাকে লঙ্ঘন করেছে। মহিলার মেডিকেল পরীক্ষায় ধর্ষণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।"

বাড়ির মালিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। ওসি বলেন, "শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"

তিনি আরও বলেন, "জঘন্য অপরাধের অপরাধীদের শনাক্ত করার চেষ্টাও চলছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024