Bangladesh

বান্দরবানে সোনালী ব্যাংকসহ তিন ব্যাংকে ডাকাতি ডাকাতি
Unsplash প্রতীকী ছবি

বান্দরবানে সোনালী ব্যাংকসহ তিন ব্যাংকে ডাকাতি

Bangladesh Live News | @banglalivenews | 03 Apr 2024, 10:35 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩ এপ্রিল ২০২৪: বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে লুটের ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই থানচিতে আরও দুই ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে থানচির বাজার এলাকায় সোনালী এবং কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির এ ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে থানচি বাজারে ঢুকে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠন দুই ভাগে বিভক্ত হয়ে সোনালী এবং কৃষি ব্যাংকে হামলা চালায়। এ সময় বাজার এলাকায় ফাঁকা গুলি ছুড়লে আতঙ্কে সবাই পালাতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা দুইটি ব্যাংক লুট এবং সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়। এসময় তারা  এলোপাতাড়ি গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে জনমনে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন বলেন, সকালে সশস্ত্র একদল সন্ত্রাসী উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক এ পৃথকভাবে হামলা চালায়। এ সময় ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীদের জিম্মি করে সেনালী ব্যাংক থেকে ১৫ লাখ এবং কৃষি ব্যাংক থেকে ২ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তারা ফাঁকা গুলি ছুড়ে থানচি বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়ায়। তবে এতে কারা জড়িত সে ব্যপারে কিছুই বলতে পারছি না। বর্তমানে উপজেলায় পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলে আছে।

পুলিশ সুপার সৈকত শাহিন বলেন, পুলিশের ৮টি চায়না রাইফেল, ২টি এসএমজিসহ ১০টি অস্ত্র ও ৩৮০ রাউন্ড গুলি, আনসারের ৪টি শর্টগান, ৩৫ রাউন্ড গুলিসহ ১৪টি অস্ত্র লুট করেছে সন্ত্রাসীরা। তবে কে বা কারা করেছে ক্রাইমটিম আসলে তারা ফিঙ্গার প্রিন্ট নিয়ে তদন্ত করবে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024