Bangladesh

জঙ্গিবাদের উর্বর স্থান হতে পারে রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্প
ফাইল ছবি/উন্সপ্লাশ/SH Saw Myint

জঙ্গিবাদের উর্বর স্থান হতে পারে রোহিঙ্গা ক্যাম্প

Bangladesh Live News | @banglalivenews | 01 Jun 2023, 10:30 pm

ঢাকা, ১ জুন ২০২৩ : কক্সবাজারের উখিয়া-টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে বেশ কিছু অপরাধী গ্রুপ অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায় এটি জঙ্গিবাদের উর্বর স্থান হিসেবে আবির্ভূত হতে পারে। এটি শঙ্কার বিষয়। তবে এ নিয়ে আমরা সচেতন আছি এবং কাজও করছি। যদিও এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। বুধবার কক্সবাজারে হোটেল সায়মনের হল রুমে এক কর্মশালায় এসব কথা বলেন পুলিশের অতিরিক্ত আইজি (অ্যান্টি টেররিজম ইউনিট) এসএম রুহুল আমিন।

পুলিশের এটিইউ ও ইউএনওডিসি যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করে।

অতিরিক্ত আইজি আরও বলেন, ক্যাম্পে এপিবিএন ও গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। আশা করছি সব সংস্থার সমন্বয়ে পরিস্থিতি মোকাবিলা করতে পারবো। দেশের স্বার্থ পরিপন্থি কাজ যারাই করুক তাদের শক্ত হাতে প্রতিরোধ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, বলপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে সে দেশের কিছু কিছু লোকের যোগাযোগ আছে। ফলে মিয়ানমার থেকে সহজে ইয়াবাসহ নিয়ে আসা হচ্ছে বিভিন্ন মাদক। সব কিছুই আমাদের নজরে আছে। আমরা চেষ্টা করছি আমাদের বিদ্যমান শক্তি সামর্থ্য দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশ নিয়ন্ত্রণ রাখতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান রাজনৈতিক কাউন্সিলর ব্র্যাডলি কোটস, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজ মো. মাহফুজুর রহমান, রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এপিবিএনের অতিরিক্ত ডিআইজি (এফডিএমএন) জামিল হাসান, কক্সবাজার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

সর্বশেষ শিরোনাম

দীর্ঘদিন পর এক টেবিলে বিএনপি-জামায়াত Fri, Mar 29 2024

ইসরায়েলি ভাস্করের কাছ থেকে ড. ইউনূসের পুরস্কার নেওয়া গাজায় হত্যাযজ্ঞ সমর্থনের শামিল : পররাষ্ট্রমন্ত্রী Fri, Mar 29 2024

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে এক মাস আন্দোলন বন্ধ ইন্টার্ন চিকিৎসকদের Fri, Mar 29 2024

খুনি জিয়া-মোশতাক চক্র মুক্তিযুদ্ধের চেতনা ধূলিস্যাৎ করেছিল: কাদের Fri, Mar 29 2024

বাংলাদেশে গণতন্ত্র এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র Fri, Mar 29 2024

এলডিসির চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Thu, Mar 28 2024

সাবেক এমপির পিএস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা Thu, Mar 28 2024

ড. ইউনূসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চায় ইউনেসকো কমিশন Thu, Mar 28 2024

বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী Thu, Mar 28 2024

টেকনাফে ২৭ দিনে ২৭ জন অপহৃত Thu, Mar 28 2024