Bangladesh

কক্সবাজারে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা
ঢাকা, ২ জুন ২০২৩ : কক্সবাজারের উখিয়া উপজেলার একটি শরণার্থী শিবিরে শুক্রবার এক রোহিঙ্গা শরণার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
এপিবিএনের অতিরিক্ত মহাপরিদর্শক সৈয়দ হারুনুর রশিদ ঢাকা ট্রিবিউনকে বলেছেন যে কিছু সশস্ত্র লোক মোঃ রেদওয়ান (২৫) এবং আয়াস (২২) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। পরে তাদেরকে গুলি করে করা হয়।
রেদানকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আয়াস বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কর্মকর্তা সংবাদপত্রকে বলেছেন, পুলিশের ধারণা দুর্বৃত্তরা ক্যাম্পে আধিপত্য প্রতিষ্ঠার জন্য এ হামলা চালিয়েছে।
বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।