Bangladesh

দ্রুত যুদ্ধ বন্ধ চান বাংলাদেশে অবস্থানরত ইউক্রেনের নাগরিকরা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
সংগৃহিত যুদ্ধ বন্দের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বাংলাদেশে অবস্থানরত ইউক্রেনের নাগরিকরা

দ্রুত যুদ্ধ বন্ধ চান বাংলাদেশে অবস্থানরত ইউক্রেনের নাগরিকরা

Bangladesh Live News | @banglalivenews | 02 Mar 2022, 07:59 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২ মার্চ ২০২২: বৈবাহিক সূত্রে গত ২০ বছর ধরে ঢাকায় বসবাস করছেন ইউক্রেনের নাগরিক আকসানা লাপিকাওয়াকাবির। তবে তার আত্মীয়-পরিজন সবাই বসবাস করেন ইউক্রেনে। দেশটিতে রাশিয়ার হামলার পর স্বজনদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন আকসানা। ভাঙা ভাঙা বাংলায় তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ হোক সেটাই চাই।

বুধবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘নো টু ওয়ার, পিস ইন ইউক্রেন’ শীর্ষক ব্যানারে আয়োজিত এক মানববন্ধন এসে এসব কথা বলেন তিনি।

আকসানা লাপিকাওয়াকাবির বলেন, 'ইউক্রেনে আমার মা, ছোট বোন ও ছোট বোনের সন্তান থাকে। এখন আমার মা ও বোনের সঙ্গে নিয়মিত ফোনে কথা বলছি। তবে তারা অনেক কষ্টের মধ্যে আছেন। আমার মা বৃদ্ধ, বয়স ৭২ বছর। তিনি বাসা থেকে বের হতে ভয় পান। সুপারমার্কেটে কেনা-কাটা করতে যেতে পারেন না। খাওয়ার ব্যবস্থা কম হচ্ছে, অভাব আছে।'

তিনি বলেন, 'ইউক্রেনে যা হচ্ছে, কোনো সুস্থ মানুষ এটা মেনে নিতে পারবে না। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমার নাগরিকের জন্য নিরাপত্তা চাই। যে কোনো সমস্যার সমাধান করা যায় যুদ্ধ ছাড়াই।'

এসময় যুদ্ধ বন্ধ করার দাবি জানান বাংলাদেশে বসবাস করা ইউক্রেনের নাগরিকরা। তারা বলেন, 'যুদ্ধ পরিস্থিতির কারণে আমরা ইউক্রেনে ফিরতে পারছি না।' ইউক্রেনে থাকা তাদের পরিবারের সদস্যরা বিপদে আছেন। কাউকে কাউকে লুকিয়ে থাকতে হচ্ছে বলেও জানান তারা।

মানববন্ধনে সাইফুল ইসলাম নামে ইউক্রেন প্রবাসী এক বাংলাদেশি বলেন, '২৪ বছর ধরে ইউক্রেনে থাকি। আমি ইউক্রেনের নাগরিকও। গত বছরের ৩০ ডিসেম্বর আমি বাংলাদেশে বেড়াতে আসি। আজ (২ মার্চ) আমার ইউক্রেনে ফেরার ফ্লাইট ছিল। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে যেতে পারিনি।'

আরেক ইউক্রেন প্রবাসী গাউছুল ইসলাম শাহেদ বলেন, 'আমি সেখানে ব্যবসা করি। গত ১৯ ডিসেম্বর বাংলাদেশে আসি। আগামী ১০ মার্চ আমার ইউক্রেনে ফেরার কথা, টিকিটও কাটা আছে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে যেতে পারব না। আমার স্ত্রী ও মেয়ে ইউক্রেনেই আছে। আমি আমার পরিবার নিয়ে বড়ই দুশ্চিন্তার মধ্যে আছি।'

সর্বশেষ শিরোনাম

শাহজাহান ওমর অনুপ্রবেশকারী নয়: কাদের Sun, Dec 03 2023

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা: প্রধানমন্ত্রী Sun, Dec 03 2023

ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন জেলা Sun, Dec 03 2023

সংসদ নির্বাচনে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত: বিএনপি Sat, Dec 02 2023

বিএনপির ১৫ কেন্দ্রীয় নেতাসহ সাবেক ৩০ সংসদ সদস্য নির্বাচনে অংশ নিচ্ছেন : কাদের Sat, Dec 02 2023

ওসিদের পর সব ইউএনও-কে বদলি করল ইসি Sat, Dec 02 2023

ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী Sat, Dec 02 2023

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার লড়াইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর Sat, Dec 02 2023

পরিষ্কার হলো বাইশটেকি-জয়নগর খাল Sat, Dec 02 2023

যুক্তরাষ্ট্রের শ্রমনীতি নিয়ে দুশ্চিন্তার কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী Sat, Dec 02 2023