Bangladesh

বাংলাদেশের নির্বাচনে কোনও ধরনের হস্তক্ষেপ করবে না রাশিয়া : রাষ্ট্রদূত বাংলাদেশ
ফাইল ছবি

বাংলাদেশের নির্বাচনে কোনও ধরনের হস্তক্ষেপ করবে না রাশিয়া : রাষ্ট্রদূত

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 09 Jun 2023, 02:59 pm

ঢাকা, ৯ জুন ২০২৩ : বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি বলেছেন, ‘আমরা আশা করি বাংলাদেশে ২০২৩ সালে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।  কাজেই রাশিয়া এ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আলেকজান্ডার ভি মান্টিটস্কি বলেন, ‘পশ্চিমা দেশগুলোর রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের কারণে রাশিয়া-বাংলাদেশ বাণিজ্যের পরিমাণ ২১ দশমিক ৪ শতাংশ কমে ২ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনও রকম প্রভাব পড়ছে না।  এই বিদ্যুৎ কেন্দ্রের কাজ শিডিউল অনুসারে চলছে এবং যথাসময়ে কাজ শেষ হলে উৎপাদন শুরু হবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে রুশ রাষ্ট্রদূত বলেন, ‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। রাশিয়া এতে কোনও ধরনের হস্তক্ষেপ করবে না।  নির্বাচনের পর যারা সরকার গঠন করবে, আমরা তাদের সঙ্গে একযোগে কাজ করবো।’

বর্তমান সরকারের অধীনে সম্প্রতি গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ করে রুশ রাষ্ট্রদূত বলেন, ‘তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনও সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আমার বিশ্বাস।’

তিনি বলেন, ‘রাশিয়ার বৃহত্তম গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রমের সহযোগী প্রতিষ্ঠানগুলো ২০১২ সাল থেকে বাংলাদেশের গ্যাসক্ষেত্রে সফলভাবে কূপ কনন করছে।  সম্প্রতি ভোলায় ২০তম কূপ খননের কাজ শেষ করেছে।  ২০২২ সালে সরকারি-বেসরকারি সংস্থাগুলো প্রায় ৯ লাখ ২০ হাজার মেট্রিক টন গম সরবরাহ করেছে।  যা বাংলাদেশের আমদানির ৪২ শতাংশ।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024