Bangladesh

ইউক্রেনে সামরিক অভিযানের কারণ জানালেন বাংলাদেশে রুশ রাষ্ট্রদূত রাশিয়া-ইউক্রেন সংকট
ফাইল ছবি বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মানতিতস্কি

ইউক্রেনে সামরিক অভিযানের কারণ জানালেন বাংলাদেশে রুশ রাষ্ট্রদূত

Bangladesh Live News | @banglalivenews | 14 Mar 2022, 09:00 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৪ মার্চ ২০২২: ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর ১৭ দিন হয়ে গেলো যুদ্ধ এখনো চলছে। যুদ্ধের খবর প্রকাশ করছে পশ্চিমা অনেক সংবাদমাধ্যম। বাংলাদেশের সংবাদমাধ্যমও দিচ্ছে খবর। তবে দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হওয়া রাশিয়া-ইউক্রেন সংক্রান্ত খবরগুলো নিয়ে অভিযোগ করেছে বাংলাদেশে অবস্থিত রুশ দূতাবাস।

রোববার (১৩ মার্চ) বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মানতিতস্কি সই করা এক খোলা চিঠিতে এই অভিযোগ করা হয়। একই সঙ্গে ওই চিঠিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়।

চিঠিতে রুশ রাষ্ট্রদূত বলেন, আমি ইউক্রেন ইস্যুতে পশ্চিমা সংবাদ সংস্থা, প্রকাশনা ও ইউরোপ-আমেরিকার লেখা সংগ্রহ করেছি। সেসব লেখায় রয়েছে রুশবিরোধী প্রোপাগান্ডা। কখনো কখনো ওই সব লেখায় এমন কিছু প্রচার করা হয়েছে, যেগুলো পক্ষপাতমূলক। তিনি আরও বলেন, পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে। পশ্চিমা গণমাধ্যমের দেখাদেখি বাংলাদেশেও নির্দিষ্ট কয়েকটি সবাদপত্র ও টেলিভিশনে এ ধরনের প্রচারণা চালাচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করে রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মানতিতস্কি বলেন, কিয়েভে বসবাসরত রুশ ভাষাভাষীদের ওপর দীর্ঘ আট বছর ধরে গণহত্যা চালাচ্ছে ইউক্রেন। আমরা তা প্রতিহত করতে চাই। অবসান চাই নব্য ফ্যাসিবাদের। ইউক্রেনে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ করতে চাই। সেই সঙ্গে দেশটিতে ন্যাটোর সামরিক ঘাঁটি স্থাপন রুখতে চাই।

জাতিসংঘ সনদের ৫১ ধারার সপ্তম অধ্যায় অনুসরণ করে এবং রাশিয়ার পার্লামেন্টের অনুমতি নিয়ে ইউক্রেনে রুশ বাহিনী অভিযান চালাচ্ছে বলে চিঠিতে দাবি করেন বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত।

তিনি চিঠিতে লিখেন, ইউক্রেনের সঙ্গে আমরা যুদ্ধে লিপ্ত নই। রাশিয়ার নিরাপত্তা হুমকির মুখে থাকায় আমরা এই অবস্থান নিয়েছি।

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মানতিতস্কি বলেন, তারা সামরিক অস্ত্র আমাদের সীমান্তের কাছে নিয়ে আসছে। এতো কিছু সত্ত্বেও, ২০২১ সালের ডিসেম্বরে আমরা ইউরোপীয় নিরাপত্তা ও ন্যাটোর অ-সম্প্রসারণের নীতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেছিলাম। কিন্তু আমাদের চেষ্টা বৃথা ছিল। যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করেনি।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024