Bangladesh

রূপপুরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন রুশ ও ইউক্রেনীয়রা রূপপুর | রাশিয়া | ইউক্রেন
সংগৃহিত রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরা একসঙ্গে চলাফেরা করছেন

রূপপুরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন রুশ ও ইউক্রেনীয়রা

Bangladesh Live News | @banglalivenews | 05 Mar 2022, 10:20 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৫ মার্চ ২০২২: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েনি ঈশ্বরদীর রূপপুরে কর্মরত ওই দুই দেশের নাগরিকদের মধ্যে। রাশিয়ান ও ইউক্রেনীয়রা রূপপুর পারমাণবিক কেন্দ্রে পেশাদারিত্ব বজায় রেখে একসঙ্গে কাজ করে যাচ্ছেন। ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়ার বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। এর ফলে রাশিয়া আর্থিকভাবে বেশ চাপে পড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।

তবে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ক্ষেত্রে প্রদত্ত প্রতিশ্রুতি এবং কাজের শিডিউলে কোনো বিঘ্ন ঘটবে না বলে নিশ্চিত করেছে রূপপুর প্রকল্প নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা (রসাটম)। গণমাধ্যমে পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তিতে রসাটম বিষয়টিতে আশ্বস্ত করেছে।

রসাটম জানায়, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অচলাবস্থার আশঙ্কা নেই। এই ইস্যুতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজে কোনো ধরনের প্রভাব পড়বে না। নির্ধারিত সময়েই প্রকল্পের কাজ শেষ হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৩ সালেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালুর কথা রয়েছে।

রূপপুর প্রকল্পে কর্মরত বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীরা জানান, রাশিয়া-ইউক্রেনের মধ্যে ভয়ানক যুদ্ধ চললেও ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিন্ন অবস্থা বিরাজমান। এখানে রুশ ও ইউক্রেনীয়রা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। একসঙ্গে চলাফেরা, একই ভবনে বসবাস ও রেস্তোরাঁ-হোটেলে খাওয়া দাওয়াও করছেন তারা। তবে পরিবার পরিজনের জন্য ইউক্রেনের নাগরিকদের উদ্বিগ্ন দেখা যায়। তারপরও তারা সহকর্মীদের সঙ্গে পেশাদারিত্ব নিয়ে সৌহার্দ বজায় রেখেছেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, রূপপুরে ২৭-২৮ হাজার কর্মী কাজ করছেন। এর মধ্যে ১৬টি দেশের সাড়ে ছয় হাজার বিদেশি নাগরিক কাজ করছেন। এর বেশিরভাগ রাশিয়ান। এখানে দুই শতাধিক ইউক্রেনের নাগরিক রয়েছেন। সকলে বন্ধুত্বপূর্ণ পরিবেশে মিলেমিশে কাজ করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।

তিনি আরো জানান, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে ইউক্রেনের নাগরিকরা এখানে কাজ করছেন। রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরা একসঙ্গে চলাফেরা করছেন। কেনাকাটাসহ রেস্তোরাঁয় একসঙ্গে খেতে আসছেন।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় দেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঈশ্বরদীর রূপপুরে নির্মাণ হচ্ছে। ২০২১ সালের অক্টোবরে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের মূল অংশ রিঅ্যাক্টর প্রেশার ভেসেল বা পরমাণু চুল্লি স্থাপন করা হয়েছে। পাশাপাশি দ্বিতীয় ইউনিটের কাজও সমান গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য ২০২৩ সালে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালিত হবে। আর দ্বিতীয় ইউনিট চালু হবে ২০২৪ সালে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024