Bangladesh

সাগর-রুনি হত্যা মামলা : তদন্ত প্রতিবেদন দাখিল ১০৭ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা
ফাইল ছবি

সাগর-রুনি হত্যা মামলা : তদন্ত প্রতিবেদন দাখিল ১০৭ বারের মতো পেছালো

Bangladesh Live News | @banglalivenews | 02 Apr 2024, 06:41 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২ এপ্রিল ২০২৪ : সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১০৭ বারের মতো পিছিয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাহবুবুল হক প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন। আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৬ মে দিন ধার্য করেন।

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ সাংবাদিক মেহেরুন রুনিকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি তাদের নিজ বাসায় হত্যা করা হয়। ঘটনার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

প্রাথমিকভাবে মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন ওই থানার একজন উপ-পরিদর্শক (এসআই)।

চারদিন পর মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দুই মাস ধরে তদন্ত করেও রহস্য উদঘাটন করতে পারেনি গোয়েন্দারা। পরে হাইকোর্টের আদেশে ওই বছরের ১৮ এপ্রিল হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব দেওয়া হয় র‌্যাবকে।

একাধিক সময়সীমা সত্ত্বেও র‌্যাব এখনও তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে পারেনি।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ আট আসামি রয়েছে। অন্য আসামিরা হলেন ওই দম্পতির ফ্ল্যাটে থাকা ভবনের নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024