Bangladesh

মেঘনায় লঞ্চের সঙ্গে সংঘর্ষে বালুবাহী জাহাজ ডুবি, নিখোঁজ ১ নৌকাডুবি | মেঘনা
সংগৃহিত বালুবাহী জাহাজ ডুবিতে নিখোঁজের সন্ধান চলছে

মেঘনায় লঞ্চের সঙ্গে সংঘর্ষে বালুবাহী জাহাজ ডুবি, নিখোঁজ ১

Bangladesh Live News | @banglalivenews | 17 Feb 2022, 09:45 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২২: ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে যাত্রীবাহী সুরভী-৭ লঞ্চের সঙ্গে সংঘর্ষে বালুবাহী জাহাজ ডুবে গেছে। এতে বালুর জাহাজটির লস্কর মোতালেব মিজি (৫৫) নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় সুরভী-৭ লঞ্চে ফাটল ধরেছে।

নৌপুলিশ জানায়, বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মুন্সিগঞ্জের কাছে চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে বরিশালগামী এমভি সুরভী-৭ এর সঙ্গে সংঘর্ষে দারুল মাকাম-৩ নামের নৌযানটি ডুবে যায়। এদিকে লঞ্চের সামনের অংশে ছিদ্রও হয়েছে। পরে অর্ধ সহস্র যাত্রীসহ লঞ্চটি তীরে নিরাপদে নোঙর করে। লঞ্চের যাত্রীরা নিরাপদে আছেন। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

লঞ্চের মালিক রিয়াজুল কবির জানান, রাতে লঞ্চটিকে ধাক্কা দেয় বালুবাহী নৌযান। এতে লঞ্চের সামনের দিকে পানির উপরে ফেটে গেছে। তাৎক্ষণিক লঞ্চটি নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন।

জানা গেছে, চাঁদপুর থেকে বালুবোঝাই ডেমরাগামী জাহাজটিতে ছয়জন স্টাফ ছিলেন। এদের মধ্যে সুকানি সবুজ (৩২), গ্রিজার মো, আক্তার (১৮), বাবুর্চি আব্দুল খালেক (৬৫) ও লস্কর ইমরান (২০) তীরে উঠতে সক্ষম হন। এ চারজন কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছেন। আর লস্কর মো. হৃদয় (১৮) লঞ্চে উঠে পালিয়েছেন।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক জানান, রাতে নদীতে বালু উত্তোলনের বিধিনিষেধ থাকলেও তা উপেক্ষা করে রাতভর বালু লুট করা হচ্ছে। আর রাতে বালু নিয়ে যওয়ায় সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নৌপুলিশ জানিয়েছে, ডুবে যাওয়া দারুল মাকাম-৩ জাহাজটির মালিক ডেমরার মোহাম্মদ সুমন। পুলিশ তার খোজঁ খবর নিচ্ছে।

এদিকে নিখোঁজ শ্রমিক মোতালেবের (৫৫) সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরি দল। তবে এখন পর্যন্ত নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উদ্ধার অভিযানে অংশ নেয় ডুবুরি দল। এর আগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই উদয় বরণ সরকার জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭। পথে রাত পৌনে ১১টার দিকে লঞ্চটি চরকিশোরগঞ্জ এলাকায় পৌঁছালে চাঁদপুর থেকে ঢাকার ডেমরাগামী বালুবাহী বাল্কহেডকে ধাক্কা দেয়। এতে ৬ শ্রমিকসহ ডুবে যায় নৌযানটি। তাদের মধ্যে ৪ জন সাঁতরে তীরে ও একজন অপর একটি লঞ্চে ওঠেন।

তবে নিখোঁজ রয়েছেন একজন। নিখোঁজ শ্রমিকের সন্ধানে ডুবুরি দল কাজ শুরু করেছে। দুর্ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এদিকে দুর্ঘটনা কবলি লঞ্চটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে লঞ্চে থাকা যাত্রীদের নিরাপদে অপর আরেকটি লঞ্চে গন্তব্যে পাঠানো হয়েছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024