Bangladesh

হরতাল-অবরোধ মিডিয়ায় দেখি, বাস্তবে নেই : ইসি আলমগীর ইসি আলমগীর
ফাইল ছবি

হরতাল-অবরোধ মিডিয়ায় দেখি, বাস্তবে নেই : ইসি আলমগীর

Bangladesh Live News | @banglalivenews | 22 Dec 2023, 12:48 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৩ : হরতাল-অবরোধ ও জ্বালাও-পোড়াও শুধুমাত্র মিডিয়াতে দেখেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি বলেন, আমি ১৪টা জেলা ঘুরে এলাম, সেখানে আন্দোলনের এরকম কোনো লক্ষণই দেখিনি। যা দেখি আমি সেটা আপনাদের মিডিয়ায় দেখি। এর বাইরে বাস্তবতায় আমি যত জেলায় ঘুরে এলাম সেখানে কিছু দেখেনি।

তিনি আরো বলেন, ১৪ জেলায় যাওয়া মানে তো বিভিন্ন জায়গা দিয়েই যাওয়া হয়েছে। সেখানে মানুষের স্বাভাবিক জীবনযাপন দেখেছি, মানুষ ভোটকে উৎসব হিসেবে নিয়েছে। নানা রকম মিছিল দেখেছি, নির্বাচনী জনসভা দেখেছি। কিন্তু আমি কোন নির্বাচনের বিপক্ষে কোন কথা বলতে বা অনুষ্ঠান দেখিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। হরতাল-অবরোধ, জ্বালাপোড়াও যদি সামনে আরও বাড়ে তাহলে আপনাদের ভোট সুষ্ঠু করার জন্য এটা একটা বাড়তি চ্যালেঞ্জ হবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আলমগীর বলেন, একটা উন্নত দেশে নির্বাচন বলতে অর্থাৎ আমেরিকাতে নির্বাচন তো নির্বাচন কমিশন করে না। সেখানে ম্যাজিস্ট্রেট থাকে না, কোনো র‌্যাব থাকে না, পুলিশ থাকে না, কিছুই থাকে না। সেখানকার পরিবেশ আর আমাদের পরিবেশ তো এক না। আমাদের এখানে যে বিষয়গুলো আছে, তা হচ্ছে নির্বাচন ম্যানেজমেন্ট, আইন-শৃঙ্খলা। যেহেতু একটি দল বা কয়েকটি দল নির্বাচনে আসছে না, তাদের নির্বাচন বাতিলের হুমকির একটা চ্যালেঞ্জ আছে। এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে সুন্দর ও সুষ্ঠুভাবে একটি নির্বাচন করা যায় এবং ভোটাররা যাতে উৎসাহিত হয়ে ভোট দিতে আসে সেইসব বিষয়ে আলোচনা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রার্থীদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আজকে আইনশৃঙ্খলা নিয়ে যে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তাদের যে পরিকল্পনা রয়েছে, সেগুলো আমাদের জানিয়েছে। তাদের প্রস্তুতির কিছু সুপারিশ জানানো হয়েছে। যেকোনো ধরনের নাশকতা যেন না ঘটে এজন্য তারা যেন ঘটনা ঘটার আগে ব্যবস্থা নিতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যারা দায়িত্ব পালন করবেন, তারা যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন সে বিষয়টিও বলা হয়েছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024