Bangladesh

তারাকান্দায় নির্বাচনী সংঘর্ষ-গোলাগুলির পর ১৪৪ ধারা জারি, প্রচার বন্ধ সংঘর্ষ
ছবি: উইকিমিডিয়া কমন্স/Nahid Sultan প্রতীকী ছবি

তারাকান্দায় নির্বাচনী সংঘর্ষ-গোলাগুলির পর ১৪৪ ধারা জারি, প্রচার বন্ধ

Bangladesh Live News | @banglalivenews | 02 Jun 2023, 03:39 pm

ময়মনসিংহ, ২ জুন ২০২৩ : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির পর সহিংসতা নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ সময় প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত জানান, বৃহস্পতিবার রাতে নির্বাচনী সহিংসতার পর শুক্রবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত তারাকান্দা বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কেউ এ বিষয়ে অভিযোগ করেনি।

আগামী ১২ জুন তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন অ্যাডভোকেট ফজলুল হক। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নুরুজ্জামান সরকার বকুল মাস্টার। ঘোড়া প্রতীকের এই প্রার্থীকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নুরুজ্জামান সরকার বকুল মাস্টার অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে ঘোড়া প্রতীকের নির্বাচনী অফিসে নৌকার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এ সময় তার ১০ সমর্থক গুলিবিদ্ধ হন বলে জানান তিনি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের ঢাকার প্যারালিম্পিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনার পর ঘোড়া প্রতীকের সমর্থকরা ময়মনসিংহ-শেরপুর বাজার সড়কে টায়ার জ্বালিয়ে তিন ঘণ্টা অবরোধ ও বিক্ষোভ করে।

তবে হামলার কথা অস্বীকার করেছেন আওয়ামী লীগ প্রার্থী ফজলুল হক। তিনি দাবি করেন, শত্রুরাই তাদের ওপর হামলা করেছে। তারা প্রতিরোধ করার চেষ্টা করেছিল। এ সময় কয়েকজন আহত হয়েছেন।

সর্বশেষ শিরোনাম

বিদেশে চিকিৎসার বিষয়ে খালেদা জিয়া আপিল বিভাগে যেতে পারেন: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল Mon, Oct 02 2023

ভিসানীতি নিয়ে চিন্তিত নয় পুলিশ: ডিএমপির নবনিযুক্ত কমিশনার Mon, Oct 02 2023

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ৭ অক্টোবর Mon, Oct 02 2023

মিডিয়ার মাধ্যমে অপপ্রচারের ব্যাপারে সোচ্চার থাকার আহ্বন সিইসি’র Mon, Oct 02 2023

রাজনীতিতে কঠিন এক চ্যালেঞ্জে আছি: কাদের Mon, Oct 02 2023

সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আন্তরিক : তথ্যমন্ত্রী Sun, Oct 01 2023

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সমর্থন অব্যাহত রাখবো: পিটার হাস Sun, Oct 01 2023

অনুমতি ছাড়া সমাবেশ করলে খবর আছে: বিএনপিকে কাদেরের হুুঁশিয়ারি Sun, Oct 01 2023

আরও স্যাংশনস দেবে, দিতে পারে, এটা তাদের ইচ্ছা : প্রধানমন্ত্রী Sun, Oct 01 2023

বাংলাদেশে নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন: পরিকল্পনামন্ত্রী Sat, Sep 30 2023