Bangladesh

সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় বিদ্যুৎ বিপর্যয়
সংগৃহিত প্রতীকী ছবি

সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়

Bangladesh Live News | @banglalivenews | 04 Oct 2022, 11:52 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৪ অক্টোবর ২০২২: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। জাতীয় গ্রিডে ত্রুটির কারণে এমনটি ঘটেছে বলা হলেও কি ত্রুটি তা এখনো কেউ নিশ্চিত করতে পারেননি। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, জাতীয় গ্রিড ফেল করেছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ আসতে শুরু করেছে। পুরো সিকোয়েন্স ঠিক করতে আরও প্রায় ঘণ্টা খানেক লেগে যাবে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়তে শুরু করে। এর পরই বিভিন্ন জেলা থেকেও খবর আসে সেখানেও বিদ্যুৎ নেই। কুষ্টিয়া থেকে ওয়েস্ট জোন পাওয়ার গ্রিড কোম্পানির নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, বেলা ১১টা ২৯ মিনিটে ভেড়ামারা উপজেলার ষোলদাগ এলাকায় জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ার পর ব্ল্যাক আউট হয়েছে। ভারতীয় এবং বাংলাদেশি লাইনের সংযোগস্থলে ত্রুটিটি দেখা দিয়েছে।

সঞ্চালন লাইন মেরামতে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

পিডিবি চট্টগ্রাম অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান জানান, সকাল সাড়ে ১১টায় জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর থেকে চট্টগ্রামের কেন্দ্রগুলো থেকে উৎপাদন বন্ধ হয়ে গেছে। তাই বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে গেছে। স্থানীয় কেন্দ্রগুলোতে কোন সমস্যা নেই, বিদ্যুৎ উৎপাদনের পর যদি সাপ্লাই না করা যায় রিজার্ভের কোন ব্যবস্থা বিদ্যুতের থাকে না। তাই এ কারণে চট্টগ্রামের যে কেন্দ্রগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে জাতীয় গ্রিডে সরবরাহ না থাকায় বন্ধ হয়ে গেছে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নয়টি ইউনিটের উৎপাদন। এই বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগের পরিচালক সাজ্জাদুর রহমান জানান, ভেরামারা বিদ্যুৎ উপকেন্দ্রের ত্রুটির কারণে জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়। এরপরই বেলা ১২টার দিকে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৬টি ও রেন্টালের ৩টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

জাতীয় গ্রিড লাইন মেরামতে প্রকৌশলীরা কাজ শুরু করলেও কখন চালু করা সম্ভব হবে তা নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। তবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন সন্ধ্যের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে আসবে।

সর্বশেষ শিরোনাম

দীর্ঘদিন পর এক টেবিলে বিএনপি-জামায়াত Fri, Mar 29 2024

ইসরায়েলি ভাস্করের কাছ থেকে ড. ইউনূসের পুরস্কার নেওয়া গাজায় হত্যাযজ্ঞ সমর্থনের শামিল : পররাষ্ট্রমন্ত্রী Fri, Mar 29 2024

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে এক মাস আন্দোলন বন্ধ ইন্টার্ন চিকিৎসকদের Fri, Mar 29 2024

খুনি জিয়া-মোশতাক চক্র মুক্তিযুদ্ধের চেতনা ধূলিস্যাৎ করেছিল: কাদের Fri, Mar 29 2024

বাংলাদেশে গণতন্ত্র এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র Fri, Mar 29 2024

এলডিসির চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Thu, Mar 28 2024

সাবেক এমপির পিএস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা Thu, Mar 28 2024

ড. ইউনূসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চায় ইউনেসকো কমিশন Thu, Mar 28 2024

বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী Thu, Mar 28 2024

টেকনাফে ২৭ দিনে ২৭ জন অপহৃত Thu, Mar 28 2024