Bangladesh

নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শপথ গ্রহণে বাধা নেই সাহাবুদ্দিন চুপ্পু
ফাইল ছবি/সংগৃহিত

নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শপথ গ্রহণে বাধা নেই

Bangladesh Live News | @banglalivenews | 22 Mar 2023, 12:03 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২২ মার্চ ২০২৩ : হাইকোর্টের আদেশের কার্যকারিতা এবং নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা ‘সিএমপি’ আবেদন আপিল বিভাগের চেম্বার আদালতে খারিজ হয়ে যাওয়ায় নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণসহ পরবর্তী কার্যক্রমে আর কোনো বাধা নেই।

মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ বলেন, গত ১৫ মার্চ এ সংক্রান্ত রিট খারিজ করে দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগে সিএমপি (হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে) ফাইল করেন রিটকারী আইনজীবী এম এ আজিজ খান। চেম্বার জজ আদালতে স্থগিত আবেদন উপস্থাপন করেন তিনি। আবেদনে হাইকোর্টের রায়ের কার্যকারিতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের ১৩ ফেব্রুয়ারির গেজেটের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। দুপক্ষের বক্তব্য শুনে স্থগিত আবেদন খারিজ করে দিয়েছেন চেম্বার আদালত।

তিনি বলেন, এর ফলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো আইনি জটিলতা থাকল না এবং রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া বৈধ বলে গণ্য হলো। এখন রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণসহ পরবর্তী অন্যান্য কার্যক্রমে আর কোনো বাধা রইল না বলে জানান এ আইনজীবী।

আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। পরদিন ২৪ এপ্রিল থেকে দায়িত্বভার গ্রহণ করার কথা রয়েছে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। একক প্রার্থী হওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গত ৭ মার্চ এ গেজেটের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান।

এরপর একই বিষয়ে গত ১২ মার্চ এডভোকেট আবদুল মোমেন চৌধুরী ও কে এম জাবিরসহ ছয় আইনজীবী আরেকটি রিট দায়ের করেন।

গত ১৫ মার্চ দুটি রিটের ওপর শুনানি শেষে সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।

সর্বশেষ শিরোনাম

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আজমত উল্লা খান Mon, Jun 05 2023

আগামী মাসে শুরু হতে পারে বাংলাদেশের দ্বিতীয় ভূগর্ভস্থ মেট্রোরেল নির্মাণ Mon, Jun 05 2023

দেশে লোডশেডিং পরিস্থিতি অসহনীয় : বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দু:খপ্রকাশ Mon, Jun 05 2023

চিলাহাটি এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Mon, Jun 05 2023

ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি : তথ্যমন্ত্রী Mon, Jun 05 2023

তাপপ্রবাহ : সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ Mon, Jun 05 2023

পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে: প্রধানমন্ত্রী Mon, Jun 05 2023

ঈদযাত্রায় যুক্ত হবে ভারতের ৪ লোকোমোটিভ Sun, Jun 04 2023

আঙ্কারায় এরদোগানের শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতির যোগদান Sun, Jun 04 2023

আমরা রাজনৈতিক চাপের শিকার: পরিকল্পনামন্ত্রী Sun, Jun 04 2023