Bangladesh

কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে শেখ হাসিনার শোক শেখ হাসিনা-সমরেশ মজুমদার
ফাইল ছবি

কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে শেখ হাসিনার শোক

Bangladesh Live News | @banglalivenews | 10 May 2023, 12:42 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১০ মে ২০২৩ : জনপ্রিয় ভারতীয় বাঙালি লেখক সমরেশ মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি ছিলেন একজন শুদ্ধাচারী লেখক। তার লেখনিতে বাঙালি সংস্কৃতির নানা দিক সহস্র ধারায় উৎসারিত হয়েছে। বিশিষ্ট এই ঔপন্যাসিকের মৃত্যুতে সাহিত্য জগত বিশেষ করে বাংলা সাহিত্যের এক অপূরণীয় ক্ষতি হলো।

মঙ্গলবার (৯ মে) দেওয়া এক শোকবার্তায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’সহ অসংখ্য কালজয়ী উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদার বাংলাদেশ ও কলকাতাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলা ভাষাভাষি মানুষের হৃদয়ে গভীর ভালোবাসায় স্থান করে নিয়েছেন।

প্রধানমন্ত্রী সমরেশ মজুমদারের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে মঙ্গলবার বহু কালজয়ী উপন্যাসের লেখক প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তবে এ শেষকৃত্যে ছিল না কোন আচার-অনুষ্ঠান।

সমরেশ মজুমদারের মেয়ে দোয়েল মজুমদার জানিয়েছিলেন, কোন আচার অনুষ্ঠান হবে না । বাবা চাইতেন না বলেই এই সিদ্ধান্ত।

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সমরেশ মজুমদার। এরপরই শোক নামে গোটা বাংলায়। পরদিন মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয় প্রখ্যাত এ কথাসাহিত্যিকের।

এদিন সকাল থেকেই সাহিত্যিকের ৬৪ বি, শ্যামপুকুর স্ট্রিটের বাড়িতে অনুরাগীদের ভিড় জমে। একদিকে যেমন রাজনৈতিক ব্যক্তিত্ব আনাগোনা, তেমনই বিনম্র অন্তিম শ্রদ্ধা নিবেদনের হিড়িক ছিল জনসাধারণেরও।

বাংলাদেশের পাঠকদের সঙ্গেও তার সম্পর্ক ছিল বেশ নিবিড়। কলকাতা ও বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা লেখকদের একজন হিসেবে পাঠক মন জয় করেছেন তিনি। সমরেশ মজুমদার শেষবার ঢাকায় এসেছিলেন ২০১৯ সালে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024