Bangladesh

সর্বোচ্চ ভোট শেখ হাসিনার, সর্বনিম্ন কামাল মজুমদারের আসনে নির্বাচন
ফাইল ছবি

সর্বোচ্চ ভোট শেখ হাসিনার, সর্বনিম্ন কামাল মজুমদারের আসনে

Bangladesh Live News | @banglalivenews | 09 Jan 2024, 06:52 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৯ জানুয়ারি ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ২৯৯টি আসনে একটানা ভোটগ্রহণ হয়। ভোট গণনা শেষে পাওয়া ফলাফলে জানা যায়, নির্বাচনে সর্বোচ্চ ৮৭ দশমিক ২৪ শতাংশ ভোট পড়েছে গোপালগঞ্জ-৩ আসনে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই আসনে বিজয়ী হয়েছেন। তবে সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকা-১৫ আসনে। এই আসনে ভোট পড়েছে ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। এ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার।

রোববার ৭ জানুয়ারি মোট ২৯৯ আসনে ভোটগ্রহণ হয়। এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। এছাড়া অনিয়মের কারণে ময়মনসিংহ-৩ আসনের ফলাফলও স্থগিত করা হয়েছে। মোট ২৯৮ আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দেওয়া ফলাফলে দেখা যায়, ২৯৮ আসনের মধ্যে সর্বোচ্চ ৮৭ দশমিক ২৪ শতাংশ ভোট পড়েছে গোপালগঞ্জ-৩ আসনে। এ আসনে ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন একতারা প্রতীক নিয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর। তিনি পেয়েছেন ৪৬৯ ভোট। ভোট পড়ার হারের নিরিখে দ্বিতীয় স্থানে আছে গোপালগঞ্জ-২ আসন। এই আসনে ভোট পড়েছে ৮৩ দশমিক ২০ শতাংশ। তবে সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকা-১৫ আসনে। এই আসনে ভোট পড়েছে ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার। তার প্রাপ্ত ভোট ৩৯ হাজার ৬৩২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির মো. সামছুল হক। তিনি পেয়েছেন ২ হাজার ৪৪ ভোট।

এই আসনের মতোই রাজধানীতে জাতীয় সংসদের যে ১৫টি আসন রয়েছে তার সব কয়টিতেই ভোট পড়ার হার বেশ কম। রাজধানীর ১৫টি আসনের মধ্যে সর্বোচ্চ ৩০ দশমিক শূন্য ৫ শতাংশ ভোট পড়েছে ঢাকা-১২ আসনে। ঢাকা নগরীর আসনগুলোর মধ্যে ঢাকা-১৫র পরেই কম ভোট পড়েছে ঢাকা-১৭ আসনে। এখানে ১৬ দশমিক ৬৬ শতাংশ ভোট পড়েছে। এ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024