Bangladesh

রূপপুরে ১১ দিনে ৬ রুশ নাগরিকের মৃত্যু রূপপুর
ফাইল ছবি রূপপুর আবাসিক এলাকা

রূপপুরে ১১ দিনে ৬ রুশ নাগরিকের মৃত্যু

Bangladesh Live News | @banglalivenews | 07 Feb 2022, 02:12 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৭ ফেব্রুয়ারি ২০২২: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক প্রকল্পে রোববার কর্মরত আরও এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তার নাম ভোরোটনিকভ আলেকজান্দ্রা (৫৫)। তিনি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিম-এ কর্মরত ছিলেন।

একই দিন ভরতনিকভ আলেকজান্ডার (৪৫) নামে আরও এক রুশ নাগরিকের মৃত্যু হয় । এ নিয়ে গত ১১ দিনে ৬ রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে প্রকল্পের আবাসিক গ্রিন সিটিতে নিজ কক্ষ থেকে ভোরোটনিকভ আলেকজান্দ্রার মরদেহটি উদ্ধার করা হয়। নিজ কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার সহকর্মীরা প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর রোববার বিকেলে রূপপুরে বিদেশিদের আবাসন প্রকল্প গ্রিনসিটির বহুতল ভবনের কক্ষ থেকে ভরতনিকভ আলেকজান্ডারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, বিদেশি পাসপোর্টধারী ওই রুশ নাগরিক গ্রিনসিটির আবাসিক ভবনের একটি কক্ষে থাকতেন। ডিউটিতে না যাওয়ায় পাশের রুমের (বিদেশি) একজন তাকে খুঁজতে এসে দেখেন আলেকজান্ডার গ্রিনসিটির ১৫ নম্বর বিল্ডিংয়ের ষষ্টতলায় খাটের ওপরে অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি। দ্রুত তিনি গ্রিনসিটি প্রকল্প সংশ্লিষ্টদের খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ বিকেলে তার মরদেহ উদ্ধার করে। 

ঈশ্বরদী থানা পুলিশ জানায়, গত ১১ দিনে রূপপুরে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহ ময়নাতদন্ত রিপোর্টে তেমন কিছু পাওয়া যায়নি। শুধু একজনের মাদক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অন্যদের রিপোর্টে হৃদরোগের কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বারচেনকো আলেক্সেইয়ের (৪৮) এবং ২ ফেব্রুয়ারি শাকিরভ আলেক্সেইয়ের (৪০) মৃত্যু হয় ঘুমের মধ্যে। শনিবার ট্রেস্ট রোসেম নামে রাশিয়ান সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার চুকিন পাভেল (৪৮) অসুস্থ হয়ে মারা যান। এদিন রাত ২টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের এসএমইউ-১ নামে আরেকটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের ইন্সটলার তলমাসেফ ভাইয়াসেলভের (৫৯) ১৪ তলা থেকে সিঁড়ি বেয়ে নামার সময় নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সর্বশেষ শিরোনাম

এলডিসির চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Thu, Mar 28 2024

সাবেক এমপির পিএস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা Thu, Mar 28 2024

ড. ইউনূসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চায় ইউনেসকো কমিশন Thu, Mar 28 2024

বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী Thu, Mar 28 2024

টেকনাফে ২৭ দিনে ২৭ জন অপহৃত Thu, Mar 28 2024

পচাত্তরের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছিল : প্রধানমন্ত্রী Thu, Mar 28 2024

শাহজালাল বিমানবন্দর: থামছে না পাইলটের চোখে লেজার নিক্ষেপ Wed, Mar 27 2024

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন সজীব ওয়াজেদ জয় Wed, Mar 27 2024

ঈশ্বরদীর রেল ক্রসিংয়ে ২ ট্রেনের সংঘর্ষ: ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত Wed, Mar 27 2024

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বে যুক্তরাষ্ট্র গর্বিত: ব্লিঙ্কেন Wed, Mar 27 2024