Bangladesh

ইভিএম নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছি না: সিইসি ইভিএম
ফাইল ছবি

ইভিএম নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছি না: সিইসি

Bangladesh Live News | @banglalivenews | 19 Jan 2023, 11:23 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৩ : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ‘আদৌ ইভিএম চাহিদা অনুযায়ী পাওয়া যাবে কি না (সেটা নিশ্চিত নই)। আমরা কী পরিমাণ (কতটা আসনে বা কেন্দ্রে) ইভিএমে নির্বাচন করতে পারবো সে বিষয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হইনি।’

বুধবার নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলির নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠকে সিইসির সঙ্গে তিন নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ‘ইভিএম সম্পর্কে ইউরোপীয় ইউনিয়ন একটা প্রশ্ন করেছিলেন যে ইভিএম নিয়ে অবিশ্বাস আছে কি না। বলেছি ইভিএম নিয়ে যে অবিশ্বাস ছিল তা অনেকটা কেটে গিয়েছিল। তবে এটাও জানিয়েছি যে ইভিএম নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। কারণ আদৌ ইভিএম চাহিদা অনুযায়ী পাওয়া যাবে কি না। কী পরিমাণ নির্বাচন ইভিএমে করতে পারবো সে বিষয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্তে আমরা উপনীত হইনি। তদের সঙ্গে আমাদের এতটুকুই আলোচনা ছিল। আমার মনে হয় যেহেতু তারা আসছেন তারাই ভালো করে বলতে পারবেন।’

এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন গত বছর জুলাইতেও আমাদের এখানে এসেছিলেন। তাদের সঙ্গে তখন নির্বাচন নিয়ে মতবিনিময় হয়েছে। এখন যেহেতু আমাদের ১০ মাস অতিবাহিত হয়েছে। আমরা নির্বাচন বর্ষে উপনীত হয়েছি। তাই তারা এটাও পিরিয়ডিক্যাল বলে থাকেন, তারা পুনরায় মতবিনিময় করতে আসছেন। মূলত আমাদের নির্বাচনী প্রস্তুতি কেমন তা জানতে এসেছিলেন।

তিনি বলেন, ‘আমাদের যে রোডম্যাপ আছে, সে রোডম্যাপ অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের প্রস্তুতি রয়েছে এবং আমরা যথাসময়ে নির্বাচন করবো। আমরা এটাও তাদেরকে পরিষ্কার করে বলেছি। কিছু কিছু বিষয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে। এই মতপার্থক্য থাকার কারণে এখনো নির্বাচনী পরিবেশটা চাহিদা উপযোগী নয়।’

সর্বশেষ শিরোনাম

জাপার সঙ্গে বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়নি : কাদের Thu, Dec 07 2023

টাইপিংয়ে ভুল, সংসদে পাস হওয়া শ্রম আইন ফেরত পাঠালেন রাষ্ট্রপতি Thu, Dec 07 2023

হরতাল-অবরোধে ককটেলের ব্যবহার বেড়েছে: হাতেনাতে গ্রেফতার ৩৪ Thu, Dec 07 2023

গোপালগঞ্জে দুদিন থাকবেন শেখ হাসিনা Thu, Dec 07 2023

এককভাবে লাঙ্গল নিয়ে নৌকার সঙ্গে যুদ্ধে নেমেছি: জাপা মহাসচিব Thu, Dec 07 2023

দলীয় নেতাকর্মীদের নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই Thu, Dec 07 2023

সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে বিএনপি: কাদের Thu, Dec 07 2023

বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা Thu, Dec 07 2023

শাহজাহান ওমরের সমর্থনে ঝালকাঠিতে বিএনপির ৪৫ নেতাকর্মীর পদত্যাগ Wed, Dec 06 2023

বাংলাদেশ সীমান্তে ঢুকে নারীকে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Wed, Dec 06 2023