Bangladesh

দুর্গা পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা বাংলাদেশ
অভিষেক মিত্র

দুর্গা পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 02 Oct 2022, 05:34 pm

ঢাকা, ২ অক্টোবর ২০২২ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আপনারা কোনো গুজবে কান দেবেন না।

গুজবের পেছনের কারণ খুঁজে বের করবেন। যারা এ ধরনের ঘটনা ঘটাবেন তাদের কঠিন বিচারের মুখোমুখি করা হবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সারাদেশে সব মন্দিরে পুলিশ ও আনসার সদস্যরা রয়েছেন। এছাড়া আমরা পূজা উদযাপন কমিটির সবাইকে বলেছি তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার জন্য— যেন তারা পরিস্থিতি দ্রুতই জানাতে পারে। তিনি বলেন, বাংলাদেশে কাউকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয় না, আমরা সবাই মিলেমিশে চলতে চাই। যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। প্রধানমন্ত্রীও সেটি বিশ্বাস করেন। সে জন্যই তার একটি স্লোগান সবার জানা আছে ‘ধর্ম যার যার উৎসব সবার’। আমরা সেটাই কিন্তু আজকে পালন করছি। আজকে সারাদেশে সেই দিনটি ফিরে আসছে। আমার মনে পড়ে ছোটবেলায় আমি কোন পূজামণ্ডপের নাড়ুটা মজা হতো, কোন পূজামণ্ডপ ভালোভাবে সাজিয়েছে তা দেখার জন্য ঘুরে বেড়াতাম। সেই দিনটি হারিয়ে যায়নি বাংলাদেশে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেদিকেই যাচ্ছি।

মন্ত্রী বলেন, এ দেশ বাঙালির বাংলাদেশ। এখানে সবাই যার যার ধর্ম পালন করবে। আজকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা। সারাদেশে ৩২ হাজার ১৬৮ টি পূজা মণ্ডপ সাজিয়েছি। গতবার যে ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা যেন না ঘটে আমরা সর্বাত্মক প্রচেষ্টা করছি। আমাদের যতগুলো ঘটনা ঘটেছে সবগুলো কিন্তু গুজব।

আমরা দৃঢ়তার সঙ্গে বলছি, যারা এ ধরনের ঘটনা ঘটাতে চাইবে তাদের কঠিন বিচারের মুখোমুখি হতে হবে। কেউ ভুলেও এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবেন না।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জিএল ভৌমিক বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য এ পূজা উদযাপন চলছে। ছোটকালে আমরা দেখেছি তেমন কোনো নিরাপত্তার প্রয়োজন ছিল না। দেশের সংখ্যাগরিষ্ঠরাই নিরাপত্তা দিতো। এখন সেই পরিস্থিতি নেই। আমরা সবাই মিলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার বলেন, সবাই মিলে চেষ্টা করছি পূজা যেন ভালোভাবে সম্পন্ন হয়। যেকোনো সমস্যা আপনারা পুলিশকে জানাবেন। আপনাদের পাশে পুলিশ আছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024