Bangladesh

দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা দুর্গাপূজা
Unsplash প্রতীকী ছবি

দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা

Bangladesh Live News | @banglalivenews | 21 Sep 2022, 11:43 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২২: অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ধর্মীয় এই উৎসবটি নির্বিঘ্নে উদযাপনে এরইমধ্যে দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ।

প্রতিমা নির্মাণ থেকে শুরু করে বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যেকোনও গুজব প্রতিরোধে থাকবে সাইবার মনিটরিং। কেউ যেন কোনও ধরনের অপতৎপরতার সুযোগ না পায়, সে ব্যাপারে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। কোনও ধরনের শঙ্কা ছাড়াই পূজামণ্ডপগুলোতে এসে ভক্তরা ভক্তি জ্ঞাপন করতে পারবেন। নিরাপত্তা জোরদার থাকবে দেশব্যাপী। আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা বলছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনও ধরনের গুজব সৃষ্টি করতে না পারে, সেজন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নজরদারি থাকবে। এছাড়া  নাম না জানা বিভিন্ন অখ্যাত সংবাদমাধ্যমগুলোও নজরদারি করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে করে দেওয়া সামাজিক সম্প্রীতি কমিটির নেতারাও এ লক্ষ্যে দেশব্যাপী কাজ করছেন।

প্রতিবছরই দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের কোথাও না কোথাও প্রতিমা ভাঙচুর কিংবা পূজামণ্ডপে সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা চালায় একটি চক্র। এ ধরনের অপতৎপরতা বন্ধে এ বছর স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় নেতারা বিভিন্ন ধর্মের নেতাদের নিয়ে সমন্বিতভাবে এলাকাভিত্তিক করছেন।

পূজার আগে প্রতিমা তৈরির সময় পূজামণ্ডপগুলোতে পুলিশি নিরাপত্তা, পূজা শুরু হওয়ার আগ থেকে পূজা শেষ না হওয়া পর্যন্ত রাতদিন পুলিশি নিরাপত্তার পাশাপাশি আনসার মোতায়েন থাকবে। পূজামণ্ডপে প্রবেশের পথে মেটাল ডিটেক্টর দিয়ে সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া এলাকাভিত্তিক পূজামণ্ডপের কমিটিতে থাকা লোকজন দায়িত্ব পালন করবেন। কারা কোন সময় দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে একটি তালিকা স্থানীয় পুলিশকে জমা দেওয়ার কথা বলা হয়েছে। পূজা বিসর্জনের সময় যাত্রাপথে কেউ যেন  কোনও ধরনের অপ্রীতিকর কিংবা কোনও অপতৎপরতা, কিংবা গুজব চালাতে না পারে, সে ব্যাপারেও তৎপর থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এছাড়া প্রতিটি পূজামণ্ডপ থাকবে সিসিটিভির আওতায়। পূজামণ্ডপের আশপাশসহ পূজা চলাকালীন সময়ে রাতদিন বিভিন্ন সড়কে থাকবে সাদা পোশাকে নজরদারি।

এ বছর সারা দেশে ৩২ হাজার ১৬৮টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা এছাড়া পূজামণ্ডপে আসা দর্শনার্থীদের ইভটিজিং করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। প্রতিটি পূজামণ্ডপে থাকতে হবে সিসিটিভি। স্বেচ্ছাসেবকদের থাকবে বাধ্যতামূলক আর্মব্যান্ড।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024