Bangladesh

নির্বাচনী প্রচার-প্রচারণায় সরগরম সিলেট নগরী সিলেট
ফাইল ছবি

নির্বাচনী প্রচার-প্রচারণায় সরগরম সিলেট নগরী

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 04 Jun 2023, 04:11 pm

ঢাকা, ৪ জুন ২০২৩ : নির্বাচনী প্রচার-প্রচারণা আর মাইকিংয়ে এখন সরগম সিলেট নগরী।

কে হচ্ছেন আগামী দিনের নগরপিতা আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী না জাপা প্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম বাবুল। এমন আলোচনা চায়ের টঙ দোকান থেকে শুরু করে সর্বত্র। এছাড়া আলোচনায় রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসানও।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে শুক্রবার মেয়র ও কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। প্রতীক পাওয়ার পর শনিবার (৩ জুন) থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থী-সমর্থকরা। নগরজুড়ে সাটানো হচ্ছে ব্যানার ও ফেস্টুন। চলছে মাইকিংও। মিছিলে মিছিলে সরগরম হয়ে উঠেছে পুরো সিলেট নগরী।

মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাহমুদুল হাসান (হাতপাখা), জাকের পার্টির জহিরুল আলম (গোলাপ ফুল), স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ (ঘোড়া), মো. শাহ জাহান মিয়া (বাস গাড়ি) এবং মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) প্রতীকের পক্ষে শনিবার দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

সিলেটে হজরত শাহজালালের (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের মনোনীত (নৌকা) মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম বাবুল শনিবার দিনব্যাপী নগরের লালবাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে। এসময় তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন জায়গায় জাপার নেতাকর্মীদের উপর সরকারদলীয় প্রার্থীর সমর্থকরা হামলা চালাচ্ছে, পোস্টার ছেঁড়া হচ্ছে। আমি এর প্রতিকার চাই। নির্বাচন কমিশন অফিসে সরকারদলীয় প্রার্থীর অব্যাহত আচরণবিধি লঙ্গনের অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। যদি কোনো ষড়যন্ত্র না হয় তবে ২১ জুনের নির্বাচনে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের সিলেট মহানগরে মোট সাধারণ ওয়ার্ড সংখ্যা ৪২। আর সংরক্ষিত আসনে আরও ১৪ সহ মোট ৫৬টি কাউন্সিলর পদে ভোট হবে। এছাড়া মেয়র পদে চারজন দলীয়সহ মোট সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024