Bangladesh

জঙ্গি দমনে বাংলাদেশের পদক্ষেপকে প্রশংশা করলেন ইন্টারপোল মহাসচিব

জঙ্গি দমনে বাংলাদেশের পদক্ষেপকে প্রশংশা করলেন ইন্টারপোল মহাসচিব

| | 13 Mar 2017, 07:43 am
ঢাকা, মার্চ ১৩ঃ ইন্টারপোল মহাসচিব ইয়ুরগেন স্টক গুলশান হামলার ঘটনার পরে যেভাবে জঙ্গি দমন করেছেন তার প্রশংসা করেছেন।

এই পদক্ষেপের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন স্টক।

"“বাংলাদেশের পুলিশ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে খুবই সফল হয়েছে,।" উনি বলেন।

ঢাকায় বাংলাদেশসহ ১৫টি দেশের পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটি সম্মেলন চলছে।

স্টক এই কথাগুলি এই সম্মেলনের   উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের  বলেছেন।


পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক দেশের মানুষকে স্বস্তি দিয়ে সিঙ্গাপুরের অধ্যাপকের দাবি যে গুলশান হামলা আইএস চালিয়েছিল তা নাকচ করে দিয়েছেন।

উনি বলেছেন এই দেশের জঙ্গিরাই হলি আর্টিজান বেকারিতে গত বছর হামলা চালিয়েছিলেন।

তবে আইএসের সাথে ইন্টারনেটের মাধ্যমে তাদের যোগাযোগ থাকলেও থাকতে পারে।


সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রোহান গুনারত্নে এই মুহূর্তে চলা ১৫টি দেশের পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ঢাকায় সম্মেলনে বলেছিলেন যে গত বছরে রাজধানীর রেস্তোরাঁয় হামলা চালিয়েছিল আইএস।

হক সম্মেলনে বলেছেনঃ "গুলশান হামলার পর আইএস দাবি করল হামলাকারীরা তাদের লোক। এরপর এত অপারেশনে এত লোক মারা গেল, কিন্তু আইএস তখন দাবি করেনি যে তারা আইএসের সদস্য।।"

উনি আরও বলেনঃ   "প্রোপাগান্ডার কোনো ভিত্তি নেই।”

হক গুনারত্নের বিষয় বলেনঃ " তার একাডেমিক যে রিসার্চ আছে তাতে তিনি তার মতো বলেছেন। কিন্তু তার মতো বলার সঙ্গে বাস্তবতার মিল নেই।"

হক বলেন উনি বাংলাদেশের প্রেক্ষাপট জানেন না।

উনি বলেনঃ "তিনি যাকে আইএস বলেন, আমরা সেই গ্রুপের অনেককে গ্রেপ্তার করেছি। কিন্তু কেউ স্বীকার করেনি যে তারা আইএসের সঙ্গে জড়িত।"

উনি আরও বলেনঃ "তারা তাদের গুরু বা নেতা সারোয়ার জাহান বা অন্য নাম বলেছে।”

ঢাকার রেস্তোরাঁয় হামলার ঘটনায় গত বছর ২০ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন।

তাদের মধ্যে এই দেশের ও বিদেশের নাগরিক ছিলেন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024