Bangladesh

চা স্টলের বিল নিয়ে আত্মীয়ের সাথে ঝগড়ার সময় কিশোরের মৃত্যু
বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া অঞ্চলে একটি চায়ের স্টলের বিল নিয়ে তার আত্মীয়ের সাথে 'লড়াই' চলাকালীন এক কিশোরের মৃত্যু হয়েছে, মিডিয়া রিপোর্টে বলা হয়েছে।
পটিয়া থানার ওসি প্রিতন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার জঙ্গলখাইন ইউনিয়নে এ ঘটনায় পুলিশ ১৬ বছর বয়সী অপরাধীকে গ্রেপ্তার করেছে।
নিহতের নাম ১৮ বছর বয়সী মোঃ মাইনুদ্দিন।
ওসি প্রিতন জানান, মইনউদ্দিন ও আটককৃত রক্তাক্ত চাচা-ভাতিজা হলেও দুজনে বন্ধুও ছিলেন বলে জানান ওসি প্রিতন।