Bangladesh

উইকিপিডিয়া কমন্স

তিস্তা চুক্তির সম্ভাবনা দেখছি না: কাজী খলীকুজ্জামান

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 05 Jun 2022, 10:17 am

ঢাকা, ৫ জুন ২০২২: ভারতের সঙ্গে বহুল আলোচিত তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির সম্ভাবনা দেখছেন না বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান আহমদ।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘গঙ্গা, তিস্তা, মেঘনা নদীর ব্যবস্থাপনা ও পানির ওপর কৃষক ও আদিবাসীর অধিকার’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি হওয়ার সম্ভাবনা দেখছি না। তিস্তার কথা আমরা সবাই জানি। সব ঠিক হয়ে গেলো। চুক্তিপত্র লেখা হলো। এরপর মমতা ব্যানার্জি বললেন তিনি মানেন না। চুক্তি আর হলো না। মমতা একবার হ্যাঁ বললেই তিস্তা চুক্তি হয়ে যেতো। তিস্তা চুক্তি হয়নি। হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না।

তিনি বলেন, ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগে দু’দেশের পানিসম্পদ মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছিল। মনমোহন সিংয়ের সফরেই বহু প্রতীক্ষিত তিস্তার পানিবণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতায় তা আটকে যায়। আমার তো মনে হয় আগে থেকে এটি ঠিক করা ছিল। অঙ্গরাজ্য করবে না, কেন্দ্রীয় রাজ্য করতে চায়, চুক্তি খসড়া করে নিয়ে এসেছে। এটি হওয়ার কথা বলে আমার মনে হয় না। আগে ঠিক করে আসা উচিত ছিল বলে আমার মনে হয়। এ ধরনের ড্রামা আগেও হয়েছে।

খলীকুজ্জামান বলেন, মোদীর বিজেপি সরকার ভারতের ক্ষমতায় আসার পর তিস্তা চুক্তি নিয়ে আশার কথা শোনা গেলেও মমতার অবস্থান বদলায়নি। বাংলাদেশের পক্ষ থেকে এ চুক্তি নিয়ে বারবার বলা হলেও ভারত সবসময় বলছে তারা আশাবাদী।

এ সময় নদীগুলোকে নিয়ে পরিকল্পনা করে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘমেয়াদি পরিকল্পনা চেয়ে আমার মনে হয়, বর্তমানের সমস্যাকে প্রাধান্য দিতে হবে। পাঁচ বছরের পরিকল্পনা আমরা করি। কিন্তু কাজ করি বার্ষিক পরিকল্পনা করে। এ জন্য বর্তমানের সমস্যাকে গুরুত্ব দিতে হবে।’

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024