Bangladesh

তিস্তা চুক্তি: ভারতীয় সংসদীয় কমিটির সুপারিশে 'নতুন আশা' পেল ঢাকা তিস্তা চুক্তি
ফাইল ছবি/উইকিমিডিয়া কমন্স/Masnad

তিস্তা চুক্তি: ভারতীয় সংসদীয় কমিটির সুপারিশে 'নতুন আশা' পেল ঢাকা

Bangladesh Live News | @banglalivenews | 03 Aug 2023, 07:27 pm

ঢাকা, ৩ আগস্ট ২০২৩ : ভারতীয় সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বাংলাদেশকে আশাবাদী করেছে যে তিস্তার পানি বণ্টন সমস্যা শীঘ্রই সমাধান হবে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন এ মন্তব্য করেন।

একটি ভারতীয় সংসদীয় স্থায়ী কমিটি সম্প্রতি সুপারিশ করেছে যে ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য বাংলাদেশের সাথে দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা নদীর জল-বণ্টন সমস্যার সমাধান করবে এবং এর জন্য "অর্থপূর্ণ সংলাপ শুরু করবে"।

কমিটি, সংসদে পেশ করা তার প্রতিবেদনে পররাষ্ট্র মন্ত্রণালয়কে "তিস্তা ইস্যুতে একটি ঐকমত্যে পৌঁছানোর জন্য নিয়মিতভাবে বাংলাদেশের সাথে অর্থপূর্ণ আলোচনা শুরু করতে এবং অগ্রগতি/ফল কমিটিকে জানানো হতে পারে।"

সেহেলী সাবরিন বলেন, "এই সুপারিশটি তাৎপর্যপূর্ণ কারণ স্থায়ী কমিটিতে বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দলের সদস্য রয়েছে।"

তিনি বলেন "এই ঘটনাটি আশা জাগিয়েছে।"

ছবি: সংগৃহিতছবি: সংগৃহিত

তিস্তার পানি বণ্টন চুক্তির জন্য ২০১১ সাল থেকে অপেক্ষা করছে বাংলাদেশ। কারণ, তিস্তার পানি বাংলাদেশের উত্তরাঞ্চলে সেচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যবর্তী সময়ে।

তবে ২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে এটি স্বাক্ষর করা যায়নি।

এক প্রশ্নের জবাবে সাবরিন বলেন, তিস্তার পানি ব্যবহার করার জন্য পশ্চিমবঙ্গে আরও দুটি খাল খনন করার বিষয়ে মিডিয়া রিপোর্টের তথ্য চেয়ে ভারতে পাঠানো নোটের মৌখিক কোনো উত্তর তারা এখনো পাননি।

কলকাতার 'দ্য টেলিগ্রাফ' পত্রিকা মার্চ মাসে একটি প্রতিবেদনে জানায় যে পশ্চিমবঙ্গের সেচ বিভাগ তিস্তা ব্যারাজ প্রকল্পের অধীনে আরও দুটি খাল খননের জন্য প্রায় ১,০০০ একর জমি দখল করেছে যাতে কৃষি কাজের জন্য জল সরবরাহ করা যায়।

রিপোর্টে আরও বলা হয় যে এই পদক্ষেপটি উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় আরও বেশি জমিকে সেচের আওতায় আনতে সাহায্য করবে তবে এটি বাংলাদেশকে বিপর্যস্ত করতে পারে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024