Bangladesh

ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু: উত্তাল রাবি, প্রক্টরকে প্রত্যাহার রাজশাহী বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহিত বামে: মঙ্গলবার রাতে রাবি ক্যাম্পাসে বিক্ষুব্ধ ছাত্ররা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ডানে: নিহত হিমেল

ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু: উত্তাল রাবি, প্রক্টরকে প্রত্যাহার

Bangladesh Live News | @banglalivenews | 02 Feb 2022, 03:54 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২২: ট্রাকচাপায় ক্যাম্পাসের ভেতরেই এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এ ঘটনার জেরে শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লিয়াকত আলীকে প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে নিজ বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তায় মোটরসাইকেলে যাওয়ার সময় নির্মাণসামগ্রী বহনকারী একটি ট্রাকের চাপায় গ্রাফিক্স ডিজাইন ক্র্যাফটস অ্যান্ড হিস্টোরি অফ আর্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল নিহত হন। এরপর থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সহপাঠী হত্যার বিচারের দাবি তুলে আন্দোলন করছেন। তারা পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। এছাড়া ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে সহপাঠী হত্যার বিচার দাবি করেন শিক্ষার্থীরা।

পরে রাত সাড়ে ১১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভ মিছিলে যোগ দেন ছাত্রীরাও। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তার মাঝখানে আগুন জ্বালিয়ে অবরোধ করে ‘প্রশাসন কী করে, ক্যাম্পাসে ছাত্র মরে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা এমন অন্যায় আর মেনে নেবো না। এর আগে প্রশাসনের অবহেলায় রাবি অডিটোরিয়ামের ছাদ থেকে পড়ে গিয়ে নির্মাণশ্রমিক মারা গেছেন। আজ আমার ভাই নিহত হয়েছেন। আর কত মৃত্যু দেখে প্রশাসন খুশি হবে? ক্যাম্পাসে বারবার ছিনতাইয়ের ঘটনার কথাও উল্লেখ করেন তারা।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। তারা বলেন, আমার ভাই নিহত হয়েছে। অথচ প্রক্টর ঘটনাস্থলে আসেননি। তাহলে তাকে কেন রাখা হয়েছে? আমরা প্রক্টরের পদত্যাগ চাই।

এদিকে বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রাম থেকে রাবি ছাত্র মাহমুদ হাবিব হিমেলকে চাপা দিয়ে হত্যাকারী ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। আটক টিটু (৪২) বালিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024