Bangladesh

শেষ হলো সংসদের ১৭তম অধিবেশন সংসদের অধিবেশন
ফাইল ছবি জাতীয় সংসদ ভবন

শেষ হলো সংসদের ১৭তম অধিবেশন

Bangladesh Live News | @banglalivenews | 07 Apr 2022, 01:20 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৭ এপ্রিল ২০২২: আট কার্যদিবস চলার পর শেষ হলো একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মাধ্যমে সংসদের বৈঠকের ইতি টানেন। এ অধিবেশন শুরু হয় গত ২৮ মার্চ।

এর আগে সংসদে সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। অধিবেশনে মোট নয়টি বিল পাস হয়। একাদশ সংসদের প্রথম বেসরকারি বিলও উত্থাপন হয় এ অধিবেশনে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর কাছে ৩৫টি প্রশ্ন করেন আইনপ্রণেতারা। এরমধ্যে ১৭টির জবাব দিয়েছেন তিনি। অন্য মন্ত্রীদের জন্য প্রশ্ন জমা পড়ে ৮৫৭টি। মন্ত্রীরা উত্তর দিয়েছেন ৫৬৩টির। অধিবেশনের শেষ দিন ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হওয়ায় সরকার প্রধান ও সরকারকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব পাস হয়।

মহামারিকালে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বসা এ অধিবেশনে সংবাদকর্মীরা সংসদ ভবনে প্রবেশ করতে পেরেছেন। তবে প্রতি ৪৮ ঘণ্টা পরপর তাদের করোনা পরীক্ষা করতে হয়েছে। এর আগে মহামারীর মধ্যে পুরো অধিবেশন জুড়ে সংবাদ কর্মীরা সংসদ ভবনে প্রবেশ করতে পারেনি। সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদেরও করোনাভাইরাস পরীক্ষা করিয়ে সংসদে প্রবেশ করতে হয়েছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024