Bangladesh

দেশে লোডশেডিং পরিস্থিতি অসহনীয় : বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দু:খপ্রকাশ বাংলাদেশ
পিক্সাবে

দেশে লোডশেডিং পরিস্থিতি অসহনীয় : বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দু:খপ্রকাশ

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 05 Jun 2023, 03:33 pm

ঢাকা, ৫ জুন ২০২৩ : ঘন্টায় ঘন্টায় লোডশেডিংয়ে অথিষ্ঠ হয়ে পড়েছে দেশের মানুষ। যেন নতুন কওে পরনো দিন ফিরে আসছে।

বিএনপি-জামায়াতের শাসনামলে দেশে তীত্র বিদ্যুৎ সংকট দেখা দেয়। এখনও তেমন অতি অসহনীয় অবস্থার সৃষ্টি হয়নি। এরপরও সর্বস্তরের মানুষ কোভ প্রকাশ করছেন।

এ ব্যাপাওে রাববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ গ্রাহকরা লক্ষ্য করছেন যে, লোডশেডিং বেড়ে গেছে। আমরা বারবার বলে আসছি কয়লা ও তেল-গ্যাসের যোগান দিতে আমাদের দীর্ঘ সময় লাগছে। এজন্য আমাদের লোডশেডিংয়ের জায়গাটা ধীরে ধীরে বড় হচ্ছে। এখন যে সমস্যাটা দেখা গেছে, এর আকারটা (লোডশেডিং) বেশ খানিকটা বড় হয়ে গেছে। পরিস্থিতি অনেকটা অসহনীয় হয়ে গেছে।

বিদুৎ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ বিভাগ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি অচিরেই এ অবস্থা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়। আমরা আশা করবো আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে আসার। কারণ আমাদের কয়লার জোগান দিতে হচ্ছে, তেলের জোগান দিতে হচ্ছে, গ্যাসের জোগান দিতে হচ্ছে। আবার শিল্পে গ্যাস দিতে হচ্ছে। সব পরিস্থিতি একসঙ্গে এসেছে।

তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ থেকে আমরা চেষ্টা করছি, এটা কত দ্রুত সমাধান করা যায়। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, কত দ্রুত পায়রাতে কয়লা আনা যায়। ওখানে আমাদের পাওয়ার প্ল্যান্টটি অর্ধেক ক্যাপাসিটিতে চলছে। বড় পুকুরিয়াতেও আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি অর্ধেক ক্যাপাসিটিতে চলছে। আমাদের লিকুইড ফুয়েল নির্ভর যে পাওয়ার প্ল্যান্টগুলো ছিল, সেগুলোর প্রায় অর্ধেক ক্যাপাসিটিতে চলছে। সেজন্য আমাদের লোডশেডিংয়ের মাত্রাটা অনেক বেড়ে গেছে, বিশেষ করে ঢাকা শহরের আশপাশেসহ গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গাতে। আমরা সকাল থেকে এটা মনিটর করছি।’

তিনি বলেন, ‘তাপপ্রবাহও বেড়ে গেছে। তাপমাত্রা কোথাও ৪১ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। এজন্য আমাদের পিক আওয়ারে ডিমান্ডও বেড়ে গেছে। আমাদের হাতে যে পাওয়ার প্ল্যান্ট মজুত ছিল বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার জন্য প্রস্তুত রাখছিলাম, সেটাও আমরা জ্বালানির কারণে দিতে পারছি না।’

পরিস্থিতি উন্নতির জন্য এখন কেন চেষ্টা করা হচ্ছে, আগে কেন করা হয়নি- জানতে চাইলে নসরুল হামিদ বলেন, আমরা দুই মাস আগে থেকে চেষ্টা করছি। আমরা জানতাম যে এ রকম একটা পরিস্থিতির দিকে যেতে পারে। সেটার সমাধান নিয়ে আমরা চেষ্টা কওে আসছি।

সর্বশেষ শিরোনাম

মৌসুমি বায়ু সক্রিয়, ভারী বৃষ্টির আভাস Tue, Oct 03 2023

বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে নেতা নির্বাচন করুক, আমেরিকা এটাই চায় Tue, Oct 03 2023

বৃহস্পতিবার ইউরেনিয়াম হস্তান্তর: রূপপুরে উৎসবের আমেজ Tue, Oct 03 2023

আন্দোলনে আপত্তি নেই, সহিংসতা করলে রেহাই দেয়া হবে না: প্রধানমন্ত্রী Tue, Oct 03 2023

বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগের অভাব রয়েছে : ড. সঞ্জয় কে ভরদ্বাজ Tue, Oct 03 2023

এক্সপ্রেসওয়েতে প্রথম মাসে পৌনে ৭ কোটি টাকা টোল আদায় Tue, Oct 03 2023

বিএনপির রাজনীতি বিদেশি প্রভুদের কৃপা নির্ভর : ওবায়দুল কাদের Tue, Oct 03 2023

বাংলাদেশে যেকোনো মূল্যে গণতন্ত্র অব্যাহত রাখার অঙ্গিকার প্রধানমন্ত্রীর Tue, Oct 03 2023

বিদেশে চিকিৎসার বিষয়ে খালেদা জিয়া আপিল বিভাগে যেতে পারেন: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল Mon, Oct 02 2023

ভিসানীতি নিয়ে চিন্তিত নয় পুলিশ: ডিএমপির নবনিযুক্ত কমিশনার Mon, Oct 02 2023