Bangladesh

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ৭ অক্টোবর শাহজালাল বিমানবন্দর
সংগৃহিত শাহজালাল বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ৭ অক্টোবর

Bangladesh Live News | @banglalivenews | 02 Oct 2023, 10:18 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২ অক্টোবর ২০২৩: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ৮৯ শতাংশ কাজ শেষ হয়েছে। সোমবার ২ অক্টোব শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ কথ জানান।

জানা যায়, ৭ অক্টোবর টার্মিনালের আংশিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আগামী বছরের সেপ্টেম্বরের দিকে এটি ব্যবহার করতে পারবেন যাত্রীরা। এরমধ্যে বিমানবন্দরে যন্ত্রপাতি স্থাপনসহ পরিচালনায় সব প্রস্তুতি নেওয়া হবে।

বেসামরিক বিমান চলাচল বকর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান জানান, নির্ধারিত সময়ের আগে তৃতীয় টার্মিনালের মূল অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে। উদ্বোধনের আগেই ৯০ শতাংশ কাজ শেষ করতে পারবো। এরই মধ্যে বিমানবন্দরের ইমিগ্রেশন, বডিং ব্রিজ দৃশ্যমান হয়েছে। এই টার্মিনাল থেকে বছরে এক কোটি ২০ লাখ যাত্রী সেবা পাবেন।

বেবিচক চেয়ারম্যান জানান, টার্মিনাল চালু হতে এক বছর লাগলেও এর পার্কিংসহ অন্যান্য স্থাপনা ক্রমেই ব্যবহার করা যাবে। এছাড়া কিছুদিনের মধ্যেই টার্মিনালের পার্কিংয়ে প্লেন রাখা হবে। এখানে এক সঙ্গে ৩৭টি প্লেন রাখা যাবে।

তৃতীয় টার্মিনালের সঙ্গে যোগাযোগ বা যাতায়াতের সব মাধ্যম যুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তৃতীয় টার্মিনালের সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হয়েছে। প্রস্তাবিত কাওলা মেট্রোরেল স্টেশনের সঙ্গে টানেল নির্মাণ করা হবে। এখন টার্মিনাল অংশে টানেল তৈরি আছে। বিআরটি লাইনের সঙ্গেও যাতে সংযোগ দেওয়া যায়, সে ব্যবস্থা রাখা হয়েছে।

সর্বশেষ শিরোনাম

বিরোধী দলগুলোর হরতাল-অবরোধে এক মাসে ২১২ গাড়িতে আগুন Tue, Nov 28 2023

দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ : বিবিএস Tue, Nov 28 2023

মানবতাবিরোধী অপরাধ : বাগেরহাটের ৭ জনের রায় বৃহস্পতিবার Tue, Nov 28 2023

মনোনয়ন দিলেও জোটের সঙ্গে সমন্বয় হবে: তথ্যমন্ত্রী Tue, Nov 28 2023

কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবে না ভারত: পররাষ্ট্র সচিব Mon, Nov 27 2023

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পারে: মনোনয়নপ্রত্যাশীদের শেখ হাসিনা Mon, Nov 27 2023

২৯৮ আসনে নতুন মুখ ১০৪ Mon, Nov 27 2023

মনোনয়ন পেলেন না তিন প্রতিমন্ত্রী Mon, Nov 27 2023

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করল আওয়ামী লীগ Mon, Nov 27 2023

বিকেলে আওয়ামী লীগ প্রার্থীদের নাম ঘোষণা করবেন ওবায়দুল কাদের Sun, Nov 26 2023