Bangladesh

সমঝোতার বিষয় নেই, নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন
ছবি: সংগৃহিত

সমঝোতার বিষয় নেই, নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে: পররাষ্ট্রমন্ত্রী

Bangladesh Live News | @banglalivenews | 14 Aug 2023, 01:44 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৪ আগস্ট ২০২৩ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করার মতো কোনো বিষয় নেই। তবে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত দুই মার্কিন কংগ্রেসম্যান বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাদের এ কথা জানান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী।

চারদিনের সফরে শনিবার ১২ আগস্ট ঢাকায় আসেন দুই মার্কিন কংগ্রেসম্যান। তারা হলেন- যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক এবং হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেইস। সফরের দ্বিতীয় দিন রোববার তারা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানেই জাতীয় নির্বাচন ঘিরে বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয়ে কংগ্রেমম্যানরা কোনো বার্তা দিয়েছেন কি না, জানতে চাইলে ড. মোমেন বলেন, রিপাবলিকান দলের কংগ্রেসম্যান (রিক ম্যাক্রোরমিক) বলেছেন, ‘আমরা সবসময় সমঝোতায় যাই।’ আমরা তাকে বলেছি, সমঝোতা করার মতো দাবি-দাওয়া তো এখানে (বাংলাদেশে) নেই। তবে আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমাদের উল্টা দল (বিএনপি) তো নির্বাচনের খবরই রাখে না। তারা চায় সরকারের পতন। সরকার পতনের ইস্যু তো সংলাপে যাওয়ার মতো কোনো টপিক নয়। দেশের রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা থাকলে সুষ্ঠু এবং সহিংসতামুক্ত নির্বাচন সম্ভব বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেন, যতগুলো দল আছে সব দল যদি নির্বাচনে অংশ নেয়, তারা যদি আন্তরিকভাবে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন চায়, তাহলে সহিংসতা ছাড়াই নির্বাচন সম্ভব। সবার ঐকমত্যের ভিত্তিতে সহিংসতা ছাড়া নির্বাচন হবে। সরকার বা নির্বাচন কমিশন চাইলেই সহিংসতা ছাড়া নির্বাচনের বিষয়ে গ্যারান্টি দেওয়া যায় না বলে জানান ড. মোমেন।

বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাদের (কংগ্রেসম্যানদের) বলেছি, এখানে নির্বাচন তোমাদের ওখানের (যুক্তরাষ্ট্র) চেয়ে ভালো হয়। তোমাদের ওখানে লোকে ভোট দেয় না। আমাদের এখানে অধিকাংশ লোক ভোট দেয়। ৭০ু শতাংশ লোকে ভোট দেয়। তোমাদের ওখানে লোক নির্বাচনে দাঁড়ায় না। এখানে একটা নির্বাচনে কয়েকশো প্রার্থী থাকে। প্রার্থী বেশি হলেও আমাদের এখানে কোনো অসুবিধা হয় না। শুধু সব দল ও মতের লোকের আন্তরিকতা দরকার।

যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে কোনো ফর্মুলা দিচ্ছে কি না বা নির্বাচন সুষ্ঠু হবে- এ ব্যাপারে যুক্তরাষ্ট্র আশ্বস্ত কি না- জানতে চাইলে ড. মোমেন বলেন, সেটা তাদের জিজ্ঞেস করেন।

সর্বশেষ শিরোনাম

শাহজাহান ওমর অনুপ্রবেশকারী নয়: কাদের Sun, Dec 03 2023

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা: প্রধানমন্ত্রী Sun, Dec 03 2023

ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন জেলা Sun, Dec 03 2023

সংসদ নির্বাচনে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত: বিএনপি Sat, Dec 02 2023

বিএনপির ১৫ কেন্দ্রীয় নেতাসহ সাবেক ৩০ সংসদ সদস্য নির্বাচনে অংশ নিচ্ছেন : কাদের Sat, Dec 02 2023

ওসিদের পর সব ইউএনও-কে বদলি করল ইসি Sat, Dec 02 2023

ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী Sat, Dec 02 2023

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার লড়াইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর Sat, Dec 02 2023

পরিষ্কার হলো বাইশটেকি-জয়নগর খাল Sat, Dec 02 2023

যুক্তরাষ্ট্রের শ্রমনীতি নিয়ে দুশ্চিন্তার কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী Sat, Dec 02 2023