Bangladesh

পদ্মা-যমুনার ওপর সঞ্চালন লাইন হচ্ছে না বাংলাদেশ
পিক্সাবে

পদ্মা-যমুনার ওপর সঞ্চালন লাইন হচ্ছে না

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 29 Jan 2023, 11:21 pm

ঢাকা, ২৯ জানুয়ারি ২০২৩ : রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ সারাদেশে সরবরাহ করতে চলছে সঞ্চালন লাইন নির্মাণকাজ।

২০১৮ সালের এপ্রিল মাসে শুরু হওয়া প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ডিসেম্বরে।

এর আওতায় হওয়ার কথা ছিল পদ্মা ও যমুনা নদীর ওপর ২০ কিলোমিটার রিভার ক্রসিং সঞ্চালন লাইন তৈরির কাজ। এ খাতে ব্যয় ধরা হয়েছিল ৬ হাজার ৫২ কোটি টাকা। কিন্তু এলসি খুলতে না পারায় ওই অংশের কাজ শুরু করা যায়নি। ফলে চলমান প্রকল্প থেকে বাদ যাচ্ছে গুরুত্বপূর্ণ কাজটি।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন কোনো স্কিমের আওতায় পদ্মা ও যমুনা নদীর ওপর ২০ কিলোমিটার রিভার ক্রসিং সঞ্চালন লাইন করার উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ইভাকুয়েশনের জন্য সঞ্চালন অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক ওই প্রকল্পের অন্যান্য অংশেও দেখা গেছে ধীরগতি।

প্রকল্পটি বেঁধে দেওয়া সময়ে বাস্তবায়নের জন্য পিজিসিবিকে লিখিত প্রতিবেদন দিয়েছে আইএমইডি। আইএমইডি’র পাঠানো সুপারিশের আলোকে নেওয়া ব্যবস্থা সম্পর্কে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে জানাতে বলা হয়েছে পিজিসিবিকে।

প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করেছেন আইএমইডি’র সেক্টর-১ এর পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ মাহিদুর রহমান।

প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, আমরা প্রকল্পের সরেজমিন প্রতিবেদন তৈরি করে বিদ্যুৎ বিভাগের মাধ্যমে পিজিসিবিকে পাঠিয়েছি। আমাদের কিছু সুপারিশমালাও আছে। প্রকল্পের কিছু কিছু প্যাকেজের অগ্রগতি সন্তোষজনক নয়। এ বিষয়ে সংশয় প্রকাশ করেছি, প্রকল্পটি নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন হবে কি না।

পিজিসিবি জানায়, ইতিহাসে সর্ববৃহৎ ব্যয়ে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সেই বিদ্যুৎ দেশের ১৩টি জেলায় পৌঁছে দিতে বিশাল ব্যয়ে প্রকল্প নেওয়া হচ্ছে। এর আওতায় স্থাপন করা হবে ৬০৯ কিলোমিটার বিদ্যুৎ লাইন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024