Bangladesh

সংসদে প্রতিনিধিত্বকারীদের নিয়ে নির্বাচনকালীন সরকার হবে শেখ হাসিনা
ছবি: পিআইডি

সংসদে প্রতিনিধিত্বকারীদের নিয়ে নির্বাচনকালীন সরকার হবে

Bangladesh Live News | @banglalivenews | 16 May 2023, 11:15 am

ঢাকা, ১৬ মে ২০২৩ : সংসদে প্রতিনিধিত্বকারীদের নিয়েই নির্বাচনকালীন সরকার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচনকালীন সরকারে বিরোধীদের রাখার বিষয়ে তিনি বলেন, আমরা শুধু এটুকু উদারতা দেখাতে পারি, পার্লামেন্টে যারা আছেন তাদের মধ্যে কেউ যদি নির্বাচনকালীন সরকারে আসার ইচ্ছা প্রকাশ করেন, আমরা নিতে রাজি আছি। এ উদারতা আগেও আমরা দেখিয়েছি। এমনকি ২০১৪ সালে আমি খালেদা জিয়াকেও আহ্বান করেছিলাম। তারা আসেননি। এখন তো তারা নাইও পার্লামেন্টে। কাজেই তাদের নিয়ে চিন্তারও কিছু নাই।

সোমবার (১৫ মে) বিকেলে গণভবনে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা তুলে ধরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার অব ডেমোক্রেসি অনুসরণ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেখানে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও একইভাবে হবে।

তিনি বলেন, ব্রিটেনে যেভাবে নির্বাচন হয়, তারা যেভাবে করে, আমরা সেভাবেই করবো। এরমধ্যে আমরা এটুকু উদারতা দেখাতে পারি, পার্লামেন্টে সংসদ সদস্য যারা আছেন তাদের মধ্যে কেউ যদি ইচ্ছা প্রকাশ করেন যে নির্বাচনকালীন সময়ে সরকারে আসতে চান, আমরা নিতে রাজি আছি। এটুকু উদারতা আমাদের আছে, আগেও আমরা নিয়েছি।

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছেন, আমরা জনগণের সঙ্গে আছি, জনগণের জন্য কাজ করে যাচ্ছি। জনগণের আস্থা-বিশ্বাসই আমার একমাত্র শক্তি। আমার তো হারাবার কিছু নেই। বাবা-মা-ভাই সব হারিয়েছি, আমার কী হারাবার আছে! আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। তিনি বলেন, নির্বাচন আসছে বলে ভয় পাবো! কেন ভয় পাবো! আমি জনগণের জন্য কাজ করেছি, জনগণ যদি ভোট দেয় আছি, না দিলে নাই।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দলের সভাপতিমণ্ডলীর সদস্যরা, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024