Bangladesh

বঙ্গবন্ধুকে সেদিন যে ২৮ শতাংশ ভোট দেয়নি তারা এখন ৩৫ শতাংশ: ড. বেনজীর আইজিপি বেনজীর আহমেদ
ফাইল ছবি আইজিপি ড. বেনজীর আহমেদ

বঙ্গবন্ধুকে সেদিন যে ২৮ শতাংশ ভোট দেয়নি তারা এখন ৩৫ শতাংশ: ড. বেনজীর

Bangladesh Live News | @banglalivenews | 26 Aug 2022, 11:47 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৬ আগস্ট ২০২২: ১৯৭০ সালের নির্বাচনে যে ২৮ শতাংশ মানুষ ভোট দেয়নি বঙ্গবন্ধুকে তারা এখন ৩৫ শতাংশের উপরে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, তারা সেই জনগোষ্ঠী যারা তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর সঙ্গে ছিল।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে’ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর সঙ্গে থাকার কারণে তারা ২৪ বছর অর্থনৈতিক শক্তি জোগাড় করেছে। এই অর্থনৈতিক শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ গ্রহণে ব্যবহৃত হয়েছে। আমাদের অবশ্যই সেই অবয়ব বাঙালি থেকে সতর্ক থাকতে হবে। তবে দিনশেষে আমি বিশ্বাস করি, বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর সোনার বাংলা বিনির্মাণ করতে পারবো।

তিনি বলেন, যারা অবয়বে বাঙালি তারা বঙ্গবন্ধুকে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে হত্যা করলো এবং বাঙালি জাতির ক্ষেত্রেও আদি পাপের সৃষ্টি করেছে। এর ফলে যা হবে যত সহস্র বছর এই জাতি অস্তিত্বলিপিতে থাকবে, ততবছর এই শোক বাঙালি জাতিকে বহন করতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু যখন লন্ডন থেকে ফেরত আসছিলেন দেশে। তখন সে দেশের সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল- আপনি যেখানে ফিরে যাচ্ছেন সেখানে ধ্বংস ছাড়া কিছু নেই। এর উত্তরে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আই হ্যাভ মাই ল্যান্ড অ্যান্ড আই হ্যাভ মাই পিপল।’ এর মানে দেশের প্রতি বঙ্গবন্ধুর যে ভালোবাসা, আস্থা ও বিশ্বাস তা তিনি পুনর্ব্যক্ত করেছিলেন।

‘যুদ্ধপরবর্তী সময়ে অনেক বাঘা বাঘা ইকোনমিকস্ট বলেছিলেন, এ দেশ টিকবে না। কিন্তু তাদের কথা মিথ্যা প্রমাণিত করেছে বঙ্গবন্ধুর দর্শন, তার জনগণ, আজকের ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত।’ যোগ করেন ড. বেনজীর আহমেদ।

ড. বেনজির বলেন, আমরা যেমন শোকাহত হবো, তেমনিভাবে বঙ্গবন্ধুর চেতনায় জাতিকে এগিয়ে নিতে সদাজাগ্রত থাকতে হবে। জাগ্রত থাকার মাধ্যমে আমরা ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও আত্মমর্যাদাশীল জাতি গঠন করতে পারবো। এটি আমাদের দ্বারপ্রান্তে এখন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024