Bangladesh

বান্দরবান-রাঙামাটি সড়কে পর্যটকদের গাড়িতে সন্ত্রাসীদের গুলি, তিন নারী আহত বাংলাদেশ জঙ্গিবাদ
ওয়ালপেপার কেভ

বান্দরবান-রাঙামাটি সড়কে পর্যটকদের গাড়িতে সন্ত্রাসীদের গুলি, তিন নারী আহত

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 19 Sep 2021, 10:00 am

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২১ : বান্দরবান জেলা সদর থেকে ২১ কিলোমিটার দূরে বান্দরবান-রোয়াংছড়ি সড়কের গলাচিপা এলাকায় শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার কিছু আগে একটি পিকআপ ভ্যান লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় তিনজন নারী যাত্রী গুলিবিদ্ধ হয়েছেন।  শনিবার রাত ১০টায় বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে আহত ৩ নারীর নাম পাওয়া গেলেও তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তারা হচ্ছেন, উয়াইনু মারমা, মে হাই চিং মারমা ও ই আই চিং মারমা।

বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে। বান্দরবানের রুমা উপজেলার পর্যটন স্পট বগা লেকসহ কয়কটি দর্শনীয় স্থান ভ্রমণ শেষে ১৯ পর্যটক রাজস্থলীতে ফিরছিলেন। এসময় গুলির ঘটনা ঘটে। সন্ত্রাসীরা ১৪০-১৫০ রাউন্ড গুলি করে বলে জানা গেছে।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বান্দরবান-রাঙামাটি সড়কের গলাচিপায় চলন্ত গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে সশস্ত্র সন্ত্রাসীরা। তাদের গুলিতে গাড়ির চাকা ফেটে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নারী যাত্রীরা আহত হন।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চন্দ্রোঘোনা খ্রিষ্টান মিশনারি হাসপাতালে নিয়ে যায়।

এদিকে গুলি বর্ষণের ঘটনায় দ্রুত ভ্রমণকারীরা পালিয়ে পার্শ্ববর্তী বাঙালহালিয়া বাজারে আশ্রয় নেন। অনিচ্ছুক স্থানীয় কজনের দাবি, ভ্রমণকারীদের উপর গুলি বর্ষণের ঘটনায় পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস)’র সশস্ত্র ক্যাডাররা জড়িত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার জানান, ভ্রমণ শেষে রাঙামাটির রাজস্থলীতে ফেরার পথে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা অভ্যন্তরিন দ্বন্দ্বের জের ধরে ভ্রমণকারীদের গাড়িতে এলোপাতাড়ি গুলি করে।

সর্বশেষ শিরোনাম

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে এক মাস আন্দোলন বন্ধ ইন্টার্ন চিকিৎসকদের Fri, Mar 29 2024

খুনি জিয়া-মোশতাক চক্র মুক্তিযুদ্ধের চেতনা ধূলিস্যাৎ করেছিল: কাদের Fri, Mar 29 2024

বাংলাদেশে গণতন্ত্র এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র Fri, Mar 29 2024

এলডিসির চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Thu, Mar 28 2024

সাবেক এমপির পিএস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা Thu, Mar 28 2024

ড. ইউনূসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চায় ইউনেসকো কমিশন Thu, Mar 28 2024

বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী Thu, Mar 28 2024

টেকনাফে ২৭ দিনে ২৭ জন অপহৃত Thu, Mar 28 2024

পচাত্তরের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছিল : প্রধানমন্ত্রী Thu, Mar 28 2024

শাহজালাল বিমানবন্দর: থামছে না পাইলটের চোখে লেজার নিক্ষেপ Wed, Mar 27 2024