Bangladesh

টিকাটুলিতে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ জব্দ
সোমবার টিকাটুলিতে অবৈধভাবে মজুত বিস্ফোরক দ্রব্যের সন্ধানে র‌্যাবের অভিযান (ছবি : সংগৃহিত)।

টিকাটুলিতে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ জব্দ

Bangladesh Live News | @banglalivenews | 18 Aug 2020, 12:52 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৮ আগস্ট ২০২০ : রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় আবাসিক ভবনে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ কেমিক্যাল, উচ্চ ক্ষমতার দাহ্য পদার্থ এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত বিভিন্ন বিপজ্জনক পদার্থ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সহযোগিতায় র‌্যাব-৩ এর একটি দল ওয়ারী থানাধীন হাটখোলা রোড, আবাসিক ভবনের (২৭ রাসেল সেন্টার) নিচ তলায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

র‌্যাব-৩ সূত্র জানায়, হাটখোলা রোড, আবাসিক ভবনের (২৭ রাসেল সেন্টার) নিচ তলায় ইয়াছিন সাইন্টিফিক স্টোর এবং যমুনা সাইন্টিফিক স্টোরে লাইসেন্সবিহীন বিপুল পরিমাণ কেমিক্যাল, উচ্চক্ষমতার দাহ্য পদ পদার্থ এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত টুলুইন নামক বিশেষ পদার্থ গুদামজাত করেছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টা থেকে রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে, অবৈধভাবে মজুতকৃত বিপুল পরিমাণ ইথানল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড, হাইড্রোফ্লোরিক এসিড, ফরসিক এসিড, হাইড্রো ক্লোরিক এসিড, ড্রাই মিথাইল সালদো, মিথানল এবং টুলুইন জব্দ করে।
র‌্যাবের অভিযানে জব্দ আলামতসহ ইয়াছিন সাইন্টিফিক স্টোরের মালিক আব্দুস ছালাম (৬২), ম্যানেজার নূর হোসেন (৬৫) এবং কর্মচারী শাহীনকে (৩২) গ্রেফতার করা হয়।
র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর উপস্থিতিতে বিসিআইসি এবং নারকটিক্সের কর্মকর্তাদের সামনে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীনভাবে এসব অবৈধ কেমিক্যাল, দাহ্য পদার্থ এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত বিভিন্ন বিপজ্জনক পদার্থ গুদামজাত করে আসছিলেন।
র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, সব পদার্থ অত্যন্ত বিপজ্জনক, যা যেকোনো মুহূর্তে আবাসিক এলাকায় যেকোনো দুর্ঘটনা ঘটাতে পারে। এতে জানমালের ব্যাপক ক্ষতিসাধন করতে পারে। গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলাপূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024