Bangladesh

উপকূলে মুষলধারে বৃষ্টি বৃষ্টিপাত
সংগৃহিত কুয়াকাটায় মুষলধারায় বৃষ্টি

উপকূলে মুষলধারে বৃষ্টি

Bangladesh Live News | @banglalivenews | 07 Aug 2023, 11:15 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৭ আগস্ট ২০২৩: উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ। জীবন জীবিকার সন্ধানে বৃষ্টির মধ্যেও কর্মস্থলে যেতে হচ্ছে। তাই ছাতার দোকানে ভিড় করছেন তারা। ছাতা, রেইনকোট, পলিথিন যে যা পারছেন নিয়ে বের হচ্ছেন গন্তব্যে।

আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, সোমবার ভোর ৬টা পর্যন্ত ৩১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ কারণে উপজেলার বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন ফসল, তলিয়ে গেছে মাছের ঘের, বন্ধ হয়ে গেছে নিম্ন আয়ের মানুষের রোজগার। গত চার-পাঁচদিন বৃষ্টি অব্যাহত থাকায় মানুষ যে যেভাবে পারছেন বেরিয়ে পড়ছেন।

আ. সত্তার নামে এক ভ্যানচালক বলেন, বিভিন্ন দোকানের মালামাল পৌঁছে দেই। কিন্তু বৃষ্টির কারণে দুদিন ধরে বাড়িতে বসা আমি। আজ দোকানিরা বলছেন মাল দরকার তাই চলে এসেছি। অনেক বৃষ্টি হচ্ছে, বাধ্য একটা ছাতা কিনেছি। ছাতা কেনার টাকাটাই এখন অতিরিক্ত খরচ। আমাদের ভোগান্তির শেষ নেই।

আবুল সুকানি নামে এক দোকানি বলেন, আমি চালের ব্যবসা করি। দু-তিন দিন অতিরিক্ত বৃষ্টি হওয়ায় দোকান বন্ধ ছিল। আজ একটা ছাতা কিনতে এসেছি। এটা নিয়ে দোকানে যাবো। কুয়াকাটায় ইমন স্টোরের মালিক এসাহাক হাওলাদার বলেন, আমি সারা বছরই ছাতা বিক্রি করি। গত দুদিনে অনেক ছাতা বিক্রি করেছি। এখন শেষ পর্যায়ে। সবচেয়ে বেশি ছাতা কিনতে আসছেন নিম্নয়ের মানুষ।

এদিকে বৃষ্টির কারণে দু-তিন দিন ধরে কুয়াকাটায় আগত পর্যটকরা হোটেলেই অবস্থান করতে বাধ্য হচ্ছেন। বৈরী আবহাওয়ায় পুলিশ সৈকতে নামতে নিষেধ করলেও কিছু পর্যটক উল্লাস করছেন।

কলাপাড়া উপজেলা আবহাওয়া কর্মকর্তা মো. ফিরোজ মিয়া বলেন, সোমবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় ৩১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ভোর ৬টা থেকে এখন পর্যন্ত ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। এ অবস্থা আরও দু-তিন দিন অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024