Bangladesh

জামিনে থাকা আসামিদের নির্যাতন, বিচারকসহ ২ পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টে তলব চাঁদাবাজি | অত্যাচার
ইউটিউব থেকে স্ক্রিনগ্র্যাব হাইকোর্টে

জামিনে থাকা আসামিদের নির্যাতন, বিচারকসহ ২ পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টে তলব

Bangladesh Live News | @banglalivenews | 13 Jun 2023, 09:27 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৩ জুন ২০২৩: উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্তির পরও দুই জনকে ধরে নিয়ে নির্যাতন করে টাকা আদায়ের ঘটনায় ব্যাখ্যা দিতে এক বিচারকসহ পুলিশের উচ্চপদস্থ দুই  কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ১৬ জুলাই পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান, শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির এবং শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। একইসঙ্গে পুলিশের আইজি ও শরীয়তপুরের পুলিশ সুপারকে অভিযুক্ত কর্মকর্তাদের অবস্থান ব্যাখ্যা করতে বলেছেন আদালত।

এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মজিবুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী ও সহকারী অ্যাটর্নি জেনারেল আনিসুর রহমান।

পরে আইনজীবী মজিবুর রহমান জানান, ছিনতাই মামলার সাত আসামিকে হাইকোর্ট থেকে জামিন করিয়েছিলাম। জামিনপ্রাপ্তির পরও সাত জনের মধ্যে দুই জনকে পুলিশ আটকের পর নির্যাতনের মাধ্যমে টাকা আদায় করে। পরে তাদেরকে আদালতে সোপার্দ করা হয়। আদালত জামিনের তথ্য যাচাই-বাছাই না করে আসামিদের কারাগারে পাঠিয়ে দেন। এ ঘটনায় পত্রিকার প্রতিবেদন প্রকাশ হয়। এরপর বিষয়টি আমি আদালতে উপস্থাপন করি। আদালত শুনানি নিয়ে দুই পুলিশ কর্মকর্তা এবং এক বিচারককে তলব করেছেন। পাশাপাশি পুলিশ প্রধান এবং শরীয়তপুরের পুলিশ সুপারকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, উচ্চ আদালত থেকে জামিন পাওয়া কয়েকজন আসামি ও তাদের স্বজনদের ওপর নির্যাতন চালিয়ে ৭২ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির ও পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়। ভুক্তভোগীর বড় ভাই আবু জাফর ঠান্ডু জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেন।

সর্বশেষ শিরোনাম

বাংলাদেশ: হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে ৫০ জন আহত Sun, Dec 10 2023

বাংলাদেশ: সিলেট গ্যাসক্ষেত্রে তেলের সন্ধান পাওয়া গেছে Sun, Dec 10 2023

Bangladesh: Oil discovered in Sylhet gas field Sun, Dec 10 2023

আফসোসের কথা জানালেন প্রধানমন্ত্রী Sun, Dec 10 2023

পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান প্রধানমন্ত্রীর Sun, Dec 10 2023

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না: কাদের Sun, Dec 10 2023

চলতি মাসেই শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমার আভাস Sun, Dec 10 2023

মুন্সিগঞ্জ: বদ্ধ ফ্ল্যাটে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ Sat, Dec 09 2023

নির্বাচন সামনে রেখে শাহজালালসহ ৩ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার Sat, Dec 09 2023

নির্বাচনী আচরণবিধি বজায় রেখে গোপালগঞ্জ সফর প্রধানমন্ত্রীর Sat, Dec 09 2023