Bangladesh

সিলেটে ব্যবসায়ী খুন: ১২ ঘণ্টার মধ্যেই ৩ ছিনতাইকারী গ্রেপ্তার ছিনতাই-খুন
ছবি: ওয়ালপেপার কেভ প্রতীকী ছবি

সিলেটে ব্যবসায়ী খুন: ১২ ঘণ্টার মধ্যেই ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

Bangladesh Live News | @banglalivenews | 02 Jun 2023, 05:03 pm

সিলেট, ২ জুন ২০২৩ : সিলেট শহরে ডাকাতির সময় এক সবজি ব্যবসায়ী হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিসিটিভি ফুটেজ দেখে ১২ ঘণ্টার মধ্যে তাদের চিহ্নিত ও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ।

গ্রেফতারকৃতরা হলেন রাহাত রাব্বি (২০), সৌরভ দাস (১৯) ও আতিকুর রহমান (১৯)। শহরের শিবগঞ্জ ও টিলাগড় এলাকায় বসবাস করলেও তাদের মূল বাড়ি সুনামগঞ্জ জেলায়।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার ইলিয়াছ জানান, নিহত ব্যবসায়ী গোবিন্দ দাস সুনামগঞ্জের শাল্লা উপজেলার বড়গাঁও গ্রামের বাসিন্দা। তিনি নগরীর আখালিয়া নিউমার্কেট এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সবজি কিনতে সুবহানীঘাট কাঁচাবাজারে যাওয়ার পথে ধোপাদিঘিরপাড়ের একটি গলিতে গোবিন্দকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাঁচজন ডাকাতিতে অংশ নেয়।

তাদের মধ্যে তিনজন সরাসরি রাস্তা অবরোধ করে ছুরিকাঘাত করে এবং বাকি দুজন রাস্তা পাহারা দিচ্ছিল। এ সময় গোবিন্দ দাসের থেকে সাত হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।

কমিশনার মো. ইলিয়াছ শরীফ বলেন, গ্রেফতারকৃতরা মূলত ডাকাতির উদ্দেশ্যে ছুরিকাঘাত করে।

তথ্য প্রযুক্তির সাহায্যে সৌরভকে টিলা গড় থেকে গ্রেফতার করা হয়। পরে বিকেল ৪টার দিকে আরও দুজনকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তারা প্রাথমিকভাবে ডাকাতি ও ছুরিকাঘাতের কথা স্বীকার করেছে।

এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৩০০ টাকা ও একটি ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ কমিশনার আরও জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

সর্বশেষ শিরোনাম

মৌসুমি বায়ু সক্রিয়, ভারী বৃষ্টির আভাস Tue, Oct 03 2023

বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে নেতা নির্বাচন করুক, আমেরিকা এটাই চায় Tue, Oct 03 2023

বৃহস্পতিবার ইউরেনিয়াম হস্তান্তর: রূপপুরে উৎসবের আমেজ Tue, Oct 03 2023

আন্দোলনে আপত্তি নেই, সহিংসতা করলে রেহাই দেয়া হবে না: প্রধানমন্ত্রী Tue, Oct 03 2023

বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগের অভাব রয়েছে : ড. সঞ্জয় কে ভরদ্বাজ Tue, Oct 03 2023

এক্সপ্রেসওয়েতে প্রথম মাসে পৌনে ৭ কোটি টাকা টোল আদায় Tue, Oct 03 2023

বিএনপির রাজনীতি বিদেশি প্রভুদের কৃপা নির্ভর : ওবায়দুল কাদের Tue, Oct 03 2023

বাংলাদেশে যেকোনো মূল্যে গণতন্ত্র অব্যাহত রাখার অঙ্গিকার প্রধানমন্ত্রীর Tue, Oct 03 2023

বিদেশে চিকিৎসার বিষয়ে খালেদা জিয়া আপিল বিভাগে যেতে পারেন: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল Mon, Oct 02 2023

ভিসানীতি নিয়ে চিন্তিত নয় পুলিশ: ডিএমপির নবনিযুক্ত কমিশনার Mon, Oct 02 2023