Bangladesh

ট্রেনচালকের ভুলে প্রাণ গেল গেটকিপারের ট্রেন দুর্ঘটনা
সংগৃহিত

ট্রেনচালকের ভুলে প্রাণ গেল গেটকিপারের

Bangladesh Live News | @banglalivenews | 22 Dec 2020, 02:05 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২২ ডিসেম্বর ২০২০: দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার দিবাগত রাত ১টায় ফুলবাড়ী পৌরশহরের রেলঘুণ্টি নামকস্থানে ট্রেন-ট্রাক সংঘর্ষে রেলওয়ের এক গেটকিপার মারা গেছেন। দুর্ঘটনার পর প্রায় পাঁচ ঘণ্টা রেলযোগাযোগ বন্ধ ছিল। ভোর ৭টায় গেটকিপার সুশান্ত কুমার দাসের (৩২) মরদেহ দুর্ঘটনাকবলিত ট্রাকের নিচ থেকে উদ্ধার করা হয়।

নিহত গেটকিপার সুশান্ত পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় ট্রাকচালক সাইদুল ইসলামকে আটক করেছে পুলিশ। ট্রাকচালক সাইদুল ইসলাম নওগাঁর মহাদেবপুর উপজেলার কফিলউদ্দিন মন্ডলের ছেলে।

ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের সুপার ইসরাফিল সরকার বলেন, দিবাগত রাত ১টা ৪ মিনিটে বিরামপুর থেকে ২৩ আপ একটি মালবাহী ট্রেন ফুলবাড়ী স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশ করে। কিন্তু এর এক মিনিট পর স্টেশনের অনুমতি না নিয়ে এমজিবিসি নামক ট্রেনটি একই লাইনে প্রবেশের চেষ্টা করে। ট্রেনটি পার্বতীপুর থেকে মাল নিয়ে ঢাকা যাচ্ছিল।

স্টেশন থেকে ৫০০ গজ উত্তরদিকে রেলঘুণ্টি নামকস্থানে ঠাকুরগাঁও থেকে বগুড়াগামী চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৯৭১৩) ট্রেনটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রচণ্ড কুয়াশা ছিল। এতে ট্রাকটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়।

মঙ্গলবার ভোর ৭টায় ক্রেনযোগে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানোর সময় ট্রাকের নিচে গেটকিপার সুশান্ত কুমার দাসের মরদেহ পাওয়া যায়। দুর্ঘটনার পর থেকে ওই রেললাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। ভোর ৬টা ১০ মিনিটে মালবাহী ট্রেনটি লাইন থেকে সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ইসরাফিল সরকার আরও বলেন, যেহেতু এমজিবিসি ট্রেনটি স্টেশনে প্রবেশের অনুমতি ছিল না, তাই গেটকিপার রেলগেট সিগন্যালটি নামাননি। সে সময় ওই রেলগেট দিয়ে কোনো ট্রেন যাওয়ার কথা ছিল না। ট্রেনচালকের ভুলে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024