Bangladesh

লাঙ্গল নিয়ে কাদের-রওশনের টানাটানি জাতীয় পার্টি
ফাইল ছবি

লাঙ্গল নিয়ে কাদের-রওশনের টানাটানি

Bangladesh Live News | @banglalivenews | 17 Jun 2023, 12:55 pm

ঢাকা, ১৭ জুন ২০২৩ : জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং দলটির চেয়ারম্যান জিএম কাদেরের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। বর্তমানে সংসদ উপনির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে তা চরম আকার ধারণ করেছে। এর আগে সর্বশেষ কাউন্সিল করা নিয়ে উত্তাপ ছড়ায় দলটির রাজনীতিতে।

গত বছরের শেষ দিকে থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফেরেন রওশন। এরপর তিনি কাউন্সিলের তারিখ ঘোষণা করেন। তার অনুসারীরা তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ঘোষণা করে। পরে সবই স্থগিত হয়। অন্যদিকে জিএম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন বন্ধ করতে আদালতে যান ‘রওশনপন্থি’ নেতারা। এবার ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে প্রার্থী নিয়ে ফের উত্তপ্ত হয়ে পড়েছে দলটির অভ্যন্তরীণ রাজনীতি।

এই আসনে নির্বাচন করতে চেয়ারম্যান জিএম কাদের মনোনয়ন দিয়েছেন সিকদার আনিছুর রহমানকে। অন্যদিকে রওশন এরশাদের মনোনয়ন পেয়েছেন কাজী মামুনূর রশীদ। দুজনের কাছ থেকে একই দলের মনোনয়ন পাওয়া দুজনই নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেউ কাউকে ছাড় দিতেও নারাজ।

এই আসনে ভোটে অংশ নিতে বুধবার জাতীয় পার্টির নামে মনোনয়নপত্র জমা দেন কাজী মামুনূর রশীদ। আর বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন অবসরপ্রাপ্ত মেজর সিকদার আনিছুর রহমান।

আনিছুর রহমান বলেন, দলীয় প্রার্থী হতে হলে দলীয় কাগজপত্র জমা দিতে হয়। জাপা চেয়ারম্যানের নেতৃত্বে যথাযথ প্রক্রিয়া মেনে জমা দিয়েছি, আরেকজন যথাযথ প্রক্রিয়ায় দলীয় মনোনয়ন পাননি।

এ ব্যাপারে রওশনপন্থি নেতা ইকবাল হোসেন রাজু বলেন, হাইকোর্টের রায় আমাদের পক্ষে আছে। লাঙ্গল রওশন এরশাদের। জিএম কাদেরের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি। জিএম কাদের যাকে নমিনেশন দিয়েছেন, তিনি কোনোকালেই জাতীয় পার্টির কর্মী ছিলেন না।

শেষ পর্যন্ত মামুনূর রশীদ পিছু হটবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সরবো না। প্রয়োজনে এটি নিয়ে সুপ্রিম কোর্টে যাবো। আমরা যদি লাঙ্গল না পাই তাহলে উচ্চ আদালতে যাব।

তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইসি। দুই প্রার্থীর মনোনয়নপত্রই নিয়েছে নির্বাচন আয়োজনের দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি। লাঙ্গল প্রতীক কাকে দেওয়া হবে, এমন প্রশ্নে রিটার্নিং অফিসার মুনীর হোসাইন খান বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। রোববার আইন বিধি পর্যালোচনা করে যাচাই-বাচাইয়ের দিন জানানো যাবে।

এ বিষয়ে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আনিছুর জাপার প্রার্থী, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দলের চেয়ারম্যানকে পাশ কাটিয়ে রওশনের মনোনয়ন দেওয়ার ক্ষমতা নেই।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024