Bangladesh

রাজশাহীতে শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশু মাহিম ও রাহুলের
স্বজনদেও আহাজারি (ছবি : সংগৃহিত)

রাজশাহীতে শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশু মাহিম ও রাহুলের

Bangladesh Live News | @banglalivenews | 24 Aug 2020, 10:43 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৫ আগস্ট ২০২০ : শাপলা তুলতে গিয়ে প্রাণ গেছে সাত বছর বয়সী মাহিম ও পাঁচ বছরের শিশু রাহুলের। প্রতিদিনই বাড়ির লোকজনের চোখ ফাঁকি দিয়ে গ্রামের বিভিন্ন পুকুরে শাপলা তুলতো তারা। এ শখই কাল হলো তাদের। সোমবার বিকেলে শাপলা তুলতে গিয়েই পুকুরে ডুবে মারা যায় মাহিম ও রাহুল। মর্মান্তিক এ ঘটনা ঘটে রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা এলাকায়।

শিশু মাহিম পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার মাহাবুর রহমানের ছেলে। অপরদিকে চারঘাটের রাওথা এলাকার শফিকুল হকের একমাত্র ছেলে রাহুল।

 

রাওথা এলাকায় নানা জিয়াউর রহমানের বাড়িতে থাকতো মাহিম। এ দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় এখন শোকের মাতম। মৃত মাহিমের নানা জিয়াউর রহমান জানান, মাহিমের শাপলা তোলার এক ধরনের নেশা ছিল। প্রতিদিনই বাড়ির লোকজনের চোখ ফাঁকি দিয়ে সে বিভিন্ন পুকুরে শাপলা তুলতো।

 

সোমবার দুপুরের দিকে হঠাৎ করেই মাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে খোঁজ নিয়ে জানা যায় মাহিমের সঙ্গে প্রতিবেশী শফিকুলের ছেলে রাহুলও নেই। অনেক খোঁজাখুঁজির পরে রেজাউল হক নামের এক ব্যক্তি জানান তাদের দুই শিশুকে স্থানীয় নবীর উদ্দিনের পুকুরের দিকে যেতে দেখেছেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে এলাকাবাসীর সহায়তায় শুরু হয় পানিতে তল্লাশি। পরে ওই পুকুর থেকে মাহিম ও রাহুলের অচেতন দেহ উদ্ধার করা হয়।

 

দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

সর্বশেষ শিরোনাম

আপনারা লাফাতেই থাকেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে: বিএনপিকে তথ্যমন্ত্রী Sat, Sep 30 2023

রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের প্রথম চালান Sat, Sep 30 2023

দেশের ভাবমূর্তি আরও জোরদারে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Sat, Sep 30 2023

নবনিযুক্ত প্রধান বিচারপতিকে তরবারি উপহার Fri, Sep 29 2023

খালেদাকে বিদেশে চিকিৎসার আবেদন স্বরাষ্ট্র হয়ে আইন মন্ত্রণালয়ে Fri, Sep 29 2023

জনগণ মেগা প্রকল্পের সুফল পেতে শুরু করেছে: রাষ্ট্রপতি Fri, Sep 29 2023

বাংলাদেশে ডেঙ্গু টিকা ‘টিভি-০০৫’র সফল পরীক্ষা সম্পন্ন Fri, Sep 29 2023

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথ শিশুদের নিয়ে কেক কাটলেন পলক Fri, Sep 29 2023

আফ্রিকা-ইসরায়েল দেখেন, বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই : যুক্তরাষ্ট্রকে কাদের Thu, Sep 28 2023

আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে: প্রধানমন্ত্রী Thu, Sep 28 2023