Bangladesh

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় দুই রাশিয়ান জাহাজ রূপপুর বিদ্যুৎকেন্দ্র
সংগৃহিত মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ার দুই জাহাজ

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় দুই রাশিয়ান জাহাজ

Bangladesh Live News | @banglalivenews | 30 Jan 2023, 11:09 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৩: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইলেকট্রিক্যাল ও মেশিনারি পণ্য নিয়ে দুটি রাশিয়ান জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। রোববার বিকেল পৌনে ৫টার দিকে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে ‘আনকা সান’ ও সন্ধ্যা ৭টায় ৮ নম্বর জেটিতে ভিড়ে ‘সাপোডিলা’।

বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, পারমাণবিক বিদ্যুৎ-কেন্দ্রের ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে ভেনুটা পতাকাবাহী জাহাজ এমভি আনকা সান বিকেল পৌনে ৫টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে পৌঁছায়। এক হাজার ৯৭৯ প্যাকেজের এক হাজার ৪০০ মেট্রিকটন ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে ২৬ ডিসেম্বর রাশিয়ার নভরস্কি বন্দর থেকে ছেড়ে আসে। এছাড়া রাশিয়ার সেন্ট পিটারসবার্গ বন্দর থেকে ৪৩৬ প্যাকেজের ৫১৮ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে সন্ধ্যা ৭টার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে এম ভি সাপোডিলা।

বিদেশি জাহাজ আনকা সানের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্স খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী ও সাপোডিলার স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট খুলনার ম্যানেজার অসিম মণ্ডল জানান, জেটিতে অবস্থান নেওয়া দুটি জাহাজ থেকে রাতে পণ্য খালাস শুরু হবে। এরপর সোম-মঙ্গলবার থেকে সেটি সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।

এর আগে গত ২২ জানুয়ারি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ-কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছায় বিদেশি জাহাজ এম ভি কামিল্লা।

সম্প্রতি সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রূপপুরের মালামাল পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। যার প্রেক্ষিতে রূপপুরের মালামাল নিয়ে রাশিয়া থেকে মোংলা বন্দরে ছেড়ে আসা এম ভি উসরা মেজরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি তখন। ওই জাহাজটির ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে ভিড়ার সিডিউল ছিল। পরে অবশ্য ওই জাহাজটি পণ্য খালাসে ভারতে গেলে সেখানেও পণ্য খালাস করতে না পেরে ফেরত যায় উসরা মেজর।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024