Bangladesh

মিশনে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ জাতিসংঘ শান্তিরক্ষা প্রধানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশন
ফাইল ছবি/উইকিমিডিয়া কমন্স/ফ্লিকর/MONUSCO Photos

মিশনে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ জাতিসংঘ শান্তিরক্ষা প্রধানের

Bangladesh Live News | @banglalivenews | 27 Jun 2023, 07:42 pm

ঢাকা, ২৭ জুন ২০২৩ : শান্তিরক্ষা মিশনে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত কার ওপর জোর দিয়েছেন জাতিসংঘের শান্তি অভিযানের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স।

সোমবার ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ‘ইউএন পিসকিপিং মিনিস্টিরিয়াল প্রিপারেটরি মিটিং অন উইমেনইন পিসকিপিং’ কর্মসূচির সমাপনী অধিবেশনে তিনি এ কথা জানান।

পিয়েরে ল্যাক্রোইক্স বলেন, গেল ৭৫ বছর ধরে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতের জন্যও এই মিশন গুরুত্বপূর্ণ, এখন তা আমাদের নিশ্চিত করতে হবে। শান্তিরক্ষা মিশনে নারীদের অর্থবহ ও সমান অংশগ্রহণ নিশ্চিতের জন্য প্রতিবন্ধকতা দূর করতে হবে।

কর্মস্থল নারীদের জন্য নিরাপদ, সুষ্ঠু ও মর্যাদাপূর্ণ করতে শান্তিরক্ষা মিশনসহ প্রয়োজনীয় সব জায়গাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হবে বলে জানান জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠান ও জাতিসংঘের শান্তি মিশনে অবশ্যই লিঙ্গ সংবেদনশীল কর্মপরিবেশ তৈরি করতে হবে। নারীদের যৌন হয়রানি বন্ধে জাতিসংঘের মহাসচিবের শূন্য সহনীয় নীতি বাস্তবায়নে আমরা কঠোরভাবে পরিশ্রম করে যাচ্ছি। সদস্য দেশগুলোও তা করবে বলে আমরা প্রত্যাশা করছি।

এছাড়া যৌন হয়রানি, বৈষম্য ও নিগ্রহের অভিযোগগুলোকে গুরুত্বের সঙ্গে নিতে হবে বলে জানান ল্যাক্রোইক্স।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বলেন, লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় সব সময় অগ্রাধিকার দিয়ে এসেছে বাংলাদেশ। মিশনের সব কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা দরকার। বিশ্লেষণ, পরিকল্পনা ও বাস্তবায়নসহ সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ দরকার আছে।

তিনি জানান, গেল দুদিনে জাতিসংঘের শান্তি মিশনে নারীদের উপযুক্ত পরিবেশ তৈরি, বিভিন্ন চ্যালেঞ্জ ও বাধার মোকাবিলা, বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকা নিয়ে সফল আলোচনা হয়েছে।

শান্তিরক্ষা মিশনে নারীদের উপযুক্ত কর্মপরিবেশ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত উল্লেখ করে মোহাম্মদ আব্দুল মুহিত বলেন, শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণের পরিবেশ তৈরি নিয়ে সবাই কথা বলেছেন। কাজেই সে ক্ষেত্রে লিঙ্গ সংবেদনশীল নেতৃত্ব, কর্মপরিবেশ ও অবকাঠামো নিশ্চিত করতে হবে। দক্ষিণ সুদানে জাতিসংঘের মিশনে (আনমিস) অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে আমাদের নারী বিচারকেরা দায়িত্ব পালন করেছেন। এসব জায়গায় নারীদের উপযুক্ত কর্মপরিবেশ তৈরিতে পদক্ষেপ নেওয়া উচিত।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024