Bangladesh

ইউএনও ওয়াহিদা খানের ওপর হামলা : চাকরিচ্যুত কর্মচারিকে গ্রেফতার করল পুলিশ
Amirul Momenin

ইউএনও ওয়াহিদা খানের ওপর হামলা : চাকরিচ্যুত কর্মচারিকে গ্রেফতার করল পুলিশ

Bangladesh Live News | @banglalivenews | 13 Sep 2020, 09:41 am
ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২০ : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর হামলার ঘটনায় বরখাস্ত কর্মচারী রবিউলের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি ইউএনও অফিসে মালি পদে কাজ করতেন।

রবিউল ইসলামকে গ্রেফতারের পর পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, ইউএনওর ওপর হামলায় রবিউল জড়িত।

রবিউল প্রাথমিকভাবে পুলিশের কাছে হামলার দায় স্বীকার করেছেন।

তার তথ্যের ভিত্তিতে আমরা বেশকিছু আলামত উদ্ধার করেছি। তার বক্তব্য ও জব্দ করা সিসিটিভি ফুটেজের মিল পাওয়া গেছে।


শনিবার (১২ সেপ্টেম্বর) দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল তার রিমান্ড মঞ্জুর করেন।

একই দিন বিকেলে ইউএনও ও তার বাবার ওপর হামলার ঘটনার দায় স্বীকার করেন রবিউল ইসলাম। এ নিয়ে র‌্যাবের কাছে একজন ও পুলিশের কাছে অপর একজন এ হামলার দায় স্বীকার করলেন। মামলার অপর আসামি যুবলীগের আসাদুল; যাকে গ্রেফতার করে র‌্যাব বলেছিল, ইউএনও ওয়াহিদার ওপর হামলাটি চুরির ঘটনা। আসাদুল হক এ ঘটনায় জড়িত।


মামলার অপর আসামি নৈশপ্রহরী নাজিমউদ্দিন পলাশকে কারাগারে পাঠানো হয়েছে। বরখাস্ত হওয়া রবিউল পুলিশের কাছে আর যুবলীগ সদস্য আসাদুল ইসলাম র‌্যাবের কাছে হামলার দায় স্বীকার করেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।


ডিআইজি দেবদাস বলেন, অপরাধের সঙ্গে কারা জড়িত তা শনাক্তের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইন্সপেক্টর জেনারেলের নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের এ তদন্ত কার্যক্রম পরিচালনা হচ্ছে। ইউএনওর ওপর হামলার ঘটনার পর থেকে দিনাজপুর পুলিশ বিনিদ্র রজনী পার করছে। দিনের ২৪ ঘণ্টার পুরোটাই তারা তদন্তকাজে ব্যয় করছেন। এরই ধারাবাহিকতায় রবিউলকে গ্রেফতার করা হয়। রবিউল প্রাথমিকভাবে পুলিশের কাছে হামলার দায় স্বীকার করেছেন। তার তথ্যের ভিত্তিতে আমরা বেশ কিছু আলামত উদ্ধার করেছি। তার বক্তব্য ও জব্দ করা সিসিটিভি ফুটেজের মিল পাওয়া গেছে।


ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, গ্রেফতার রবিউল ইসলামের শারীরিক গড়ন ও হাঁটাচলার অনেক মিল রয়েছে। ক্ষোভ থেকে রবিউল এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তদন্ত চলমান। সামনে নতুন কিছু এলে আবারও জানানো হবে। তবে এ ঘটনায় আসাদুল জড়িত বলে র‌্যাব যা বলেছেন তা তারাই ভালো জানেন। আমি সেটি নিয়ে কোনো কথা বলতে চাই না।

সর্বশেষ শিরোনাম

বাংলাদেশ: হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে ৫০ জন আহত Sun, Dec 10 2023

বাংলাদেশ: সিলেট গ্যাসক্ষেত্রে তেলের সন্ধান পাওয়া গেছে Sun, Dec 10 2023

Bangladesh: Oil discovered in Sylhet gas field Sun, Dec 10 2023

আফসোসের কথা জানালেন প্রধানমন্ত্রী Sun, Dec 10 2023

পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান প্রধানমন্ত্রীর Sun, Dec 10 2023

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না: কাদের Sun, Dec 10 2023

চলতি মাসেই শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমার আভাস Sun, Dec 10 2023

মুন্সিগঞ্জ: বদ্ধ ফ্ল্যাটে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ Sat, Dec 09 2023

নির্বাচন সামনে রেখে শাহজালালসহ ৩ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার Sat, Dec 09 2023

নির্বাচনী আচরণবিধি বজায় রেখে গোপালগঞ্জ সফর প্রধানমন্ত্রীর Sat, Dec 09 2023