Bangladesh

ইউএনও ওয়াহিদা খানের ওপর হামলা : চাকরিচ্যুত কর্মচারিকে গ্রেফতার করল পুলিশ
Amirul Momenin

ইউএনও ওয়াহিদা খানের ওপর হামলা : চাকরিচ্যুত কর্মচারিকে গ্রেফতার করল পুলিশ

Bangladesh Live News | @banglalivenews | 13 Sep 2020, 09:41 am
ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২০ : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর হামলার ঘটনায় বরখাস্ত কর্মচারী রবিউলের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি ইউএনও অফিসে মালি পদে কাজ করতেন।

রবিউল ইসলামকে গ্রেফতারের পর পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, ইউএনওর ওপর হামলায় রবিউল জড়িত।

রবিউল প্রাথমিকভাবে পুলিশের কাছে হামলার দায় স্বীকার করেছেন।

তার তথ্যের ভিত্তিতে আমরা বেশকিছু আলামত উদ্ধার করেছি। তার বক্তব্য ও জব্দ করা সিসিটিভি ফুটেজের মিল পাওয়া গেছে।


শনিবার (১২ সেপ্টেম্বর) দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল তার রিমান্ড মঞ্জুর করেন।

একই দিন বিকেলে ইউএনও ও তার বাবার ওপর হামলার ঘটনার দায় স্বীকার করেন রবিউল ইসলাম। এ নিয়ে র‌্যাবের কাছে একজন ও পুলিশের কাছে অপর একজন এ হামলার দায় স্বীকার করলেন। মামলার অপর আসামি যুবলীগের আসাদুল; যাকে গ্রেফতার করে র‌্যাব বলেছিল, ইউএনও ওয়াহিদার ওপর হামলাটি চুরির ঘটনা। আসাদুল হক এ ঘটনায় জড়িত।


মামলার অপর আসামি নৈশপ্রহরী নাজিমউদ্দিন পলাশকে কারাগারে পাঠানো হয়েছে। বরখাস্ত হওয়া রবিউল পুলিশের কাছে আর যুবলীগ সদস্য আসাদুল ইসলাম র‌্যাবের কাছে হামলার দায় স্বীকার করেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।


ডিআইজি দেবদাস বলেন, অপরাধের সঙ্গে কারা জড়িত তা শনাক্তের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইন্সপেক্টর জেনারেলের নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের এ তদন্ত কার্যক্রম পরিচালনা হচ্ছে। ইউএনওর ওপর হামলার ঘটনার পর থেকে দিনাজপুর পুলিশ বিনিদ্র রজনী পার করছে। দিনের ২৪ ঘণ্টার পুরোটাই তারা তদন্তকাজে ব্যয় করছেন। এরই ধারাবাহিকতায় রবিউলকে গ্রেফতার করা হয়। রবিউল প্রাথমিকভাবে পুলিশের কাছে হামলার দায় স্বীকার করেছেন। তার তথ্যের ভিত্তিতে আমরা বেশ কিছু আলামত উদ্ধার করেছি। তার বক্তব্য ও জব্দ করা সিসিটিভি ফুটেজের মিল পাওয়া গেছে।


ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, গ্রেফতার রবিউল ইসলামের শারীরিক গড়ন ও হাঁটাচলার অনেক মিল রয়েছে। ক্ষোভ থেকে রবিউল এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তদন্ত চলমান। সামনে নতুন কিছু এলে আবারও জানানো হবে। তবে এ ঘটনায় আসাদুল জড়িত বলে র‌্যাব যা বলেছেন তা তারাই ভালো জানেন। আমি সেটি নিয়ে কোনো কথা বলতে চাই না।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024