Bangladesh

উর্দুভাষীদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হবে না জাহাঙ্গীর কবির নানক
ছবি: সংগৃহিত জাহাঙ্গীর কবির নানক

উর্দুভাষীদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হবে না

Bangladesh Live News | @banglalivenews | 24 Sep 2022, 09:40 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২২ : গৃহ ও ভূমিহীন ৩০ লাখ পরিবারকে বর্তমান সরকার আশ্রয়ের ব্যবস্থা করেছেন। তাই রেলের ভূমিতে বসবাসকারী উর্দুভাষীদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হবে না। মনে রাখবেন দেশে একজন শেখ হাসিনা রয়েছেন, তিনি থাকতে কেউ গৃহহীন হবেন না।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ স্মরণী চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুরে নেমে সড়ক পথে নানকের রংপুরে যাওয়ার পথে ওই সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটি এ পথসভার আয়োজন করে। ’৪৭ সালে ভারত বিভাগের পর এসব উর্দুভাষী ভারতের বিহার রাজ্য থেকে তদানিন্তন পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) আসে। ’৭১ সালে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানের পক্ষ নেয়ায় দেশ স্বাধীন হওয়ার পর তারা বিপাকে পড়ে। নিজেদের পাকিস্তানী দাবি করে বার বার পাকিস্তানে যেতে চাইলেও পাকিস্তান সরকার তাদের গ্রহণে অস্বীকার করে। অবশেষে শেখ হাসিনা সরকার তাদের বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছে।

ওই পথসভায় নানক আরও বলেন, আপনারা (উর্দুভাষীরা) এক সময় ভোটার ছিলেন না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সে অধিকার দিয়েছে। এখন আপনাদের সন্তানরা লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সরকারি চাকরিও করছে।

সভায় আরও বক্তব্য দেন- সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল। পথসভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, জেলা যুবলীগের সভাপতি শাহিদ মাহমুদ, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, রংপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাছিমা জামান ববি, সৈয়দপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক দিলনেওয়াজ খান প্রমুখ।

সর্বশেষ শিরোনাম

দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণাসহ ৪ দাবি হিন্দু মহাজোটের Sat, Sep 30 2023

জাতিসংঘের আঞ্চলিক সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন মেয়র আতিক Sat, Sep 30 2023

কানাডা এখন খুনিদের আখড়ায় পরিণত হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী Sat, Sep 30 2023

আপনারা লাফাতেই থাকেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে: বিএনপিকে তথ্যমন্ত্রী Sat, Sep 30 2023

রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের প্রথম চালান Sat, Sep 30 2023

দেশের ভাবমূর্তি আরও জোরদারে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Sat, Sep 30 2023

নবনিযুক্ত প্রধান বিচারপতিকে তরবারি উপহার Fri, Sep 29 2023

খালেদাকে বিদেশে চিকিৎসার আবেদন স্বরাষ্ট্র হয়ে আইন মন্ত্রণালয়ে Fri, Sep 29 2023

জনগণ মেগা প্রকল্পের সুফল পেতে শুরু করেছে: রাষ্ট্রপতি Fri, Sep 29 2023

বাংলাদেশে ডেঙ্গু টিকা ‘টিভি-০০৫’র সফল পরীক্ষা সম্পন্ন Fri, Sep 29 2023