Bangladesh

শাহজালাল বিমানবন্দর: থামছে না পাইলটের চোখে লেজার নিক্ষেপ লেজার নিক্ষেপ
ছবি: পিক্সাবে/SD-Pictures প্রতীকী ছবি

শাহজালাল বিমানবন্দর: থামছে না পাইলটের চোখে লেজার নিক্ষেপ

Bangladesh Live News | @banglalivenews | 27 Mar 2024, 03:05 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৭ মার্চ ২০২৪ : ঢাকার আকাশে তুমুল ঝড়-বৃষ্টি। বৈরী আবহাওয়ায় বিমানবন্দরে অবতরণ করতে না পেরে মেঘলা আকাশে চক্কর দিচ্ছিল কয়েকটি প্লেন। এয়ার ট্রাফিকে যুক্ত হয় থাইলেন্ডের ব্যাংকক থেকে ছেড়ে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইট। প্রায় ২০ মিনিট ঘোরার পর রানওয়েতে অবতারণের অনুমতি পায় ফ্লাইটটি। কিন্তু পাইলট ফ্লাইটটি অবতরণ করতে গেলে ঘটে বিপত্তি। ঢাকার বিভিন্ন এলাকার বাসাবাড়ির ছাদ থেকে পাইলটের চোখে লেজার লাইট নিক্ষেপ করা হচ্ছিল। এমন পরিস্থিতিতে ফ্লাইট অবতরণ খুবই ঝুঁকিপূর্ণ। তারপরও দক্ষতার সঙ্গে ফ্লাইটটি অবতরণে সক্ষম হন পাইলট।

গত ১৯ মার্চ রাত সাড়ে সাতটায় এমন ঘটনার সাক্ষী হন ফ্লাইটটিতে থাকা যাত্রীরা। রাত ৮টা ৫০ মিনিটে ফ্লাইটটি অবতরণে সিদ্ধান্ত নেন পাইলট। এসময় ফ্লাইটটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওপর দিয়ে অবতরণে এগিয়ে যাচ্ছিল। তখন সিদ্ধিরগঞ্জ, ঢাকার ডেমরা, রামপুরা, আফতাব নগর, বাড্ডা, কুড়িল এলাকা থেকে ফ্লাইটের দিকে প্রচুর সংখ্যক লেজার লাইট নিক্ষেপ করা হচ্ছিল। এমন পরিস্থিতি দেখে আঁতকে ওঠেন যাত্রীরা। পরে দক্ষতার সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণ দিক থেকে রানওয়েতে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি।

বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, তারা ফ্লাইটে লেজার লাইট নিক্ষেপের বিষয়টি অবগত আছেন। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে তারা বিভিন্ন সময় জনসচেতনতামূলক কর্মসূচি পালন করছেন। পাশাপাশি আইনগত ব্যবস্থা নিতে পুলিশের সংশ্লিষ্ট দপ্তরে বলা হয়েছে। কিন্তু এক্ষেত্রে আইন প্রয়োগ করাটা খুবই কঠিন। কারণ, কখন কোন ভবন বা বাসার ছাদ থেকে লেজার লাইট নিক্ষেপ করা হয়, তার সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহ বা নির্ধারণ করা কঠিন। তাই জনসচেতনতা সৃষ্টি করতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024